June 22, 2025, 2:47 am

সংবাদ শিরোনাম
নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেনো নিজেই রোগী চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর পক্ষ থকে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম বেনাপোলে বিজিবি ৯লাখ ২০ হাজার টাকার জালনোট সহ ১জনকে আটক করেছে ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা ৪ মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী! সেনাবাহিনীর অভিযানে লামায় অস্ত্র সরঞ্জামসহ আটক ৯ বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলছে মুক্তির পথ, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটাতে পারে শিল্পী সর্তা

হাসানুজ্জামান কলকাতা:

হালাহানি অস্থিরতা রং তুলির ছবি শান্তির পথ অনাথ পথ শিশু দুস্থ দের নিয়ে সামাজিক ভাবে বিকাশ ঘটাতে তাদের উদ্যোগ উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার, বসিরহাট পৌরসভার ১০, নম্বর ওয়ার্ড জামরুল তলা এলাকায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট ২০,জন জন শিল্পী নিজেরদের রং তুলি ক্যানভাসে ফুটিয়ে তুলেছে বিভিন্ন সম্প্রীতি, ভারতবর্ষের প্রেক্ষা চিত্র যেখানে শান্তির বার্তা দিচ্ছেন শিল্পীরা।

বিশিষ্ট শিল্পী দেব প্রসাদ হালদার ও তরুণ চন্দ্র বলেন ডিজিটাল হোয়াটসঅ্যাপ ফেসবুক থাকলেও প্রতিদিন যদি ১৫ থেকে ৩০ মিনিট বিভিন্ন রং তুলির ক্যানভাসে ছবি দিয়ে তোলেন তাহলে স্বাস্থ্য ও মনের বিকাশ ঘটবে।

প্রায় শতাধিক শিশু নিয়ে একটি প্রতিযোগিতামূলক ছবি আঁকার প্রদর্শনী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা তাদের শিল্পকলা তুলে দিয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করলেন। বললেন একমাত্র শান্তির মুখ থেকে আমি পথ শিল্পীরাই এনে দিতে পারে সমাজকে। তাই বেশি বেশি করে ছবি এঁকে সামাজিক ভাবে মনের বিকাশ ঘটাতে পারে। তাই আজকের দিনে শপথ নিতে হবে শিল্পী সর্তা কে বজায় রেখে এগিয়ে যেতে হবে তাহলে অনেক হানাহানি প্রতি হিংসা সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেলবন্ধন মধ্য থেকে আমরা এগিয়ে যেতে পারবো এই সংস্কৃতি অনুষ্ঠানে এসে বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী বলেন আমরা বসিরহাট আর্ট ক্লাবের জন্য বসিরহাট রবীন্দ্রভবনে একটি ঘর দিচ্ছে সেখানেই তাদের বিভিন্ন হাতে আঁকা ছবি প্রদর্শনী করতে পারবে। পাশাপাশি নতুন প্রজন্ম এই ছবির মধ্য দিয়ে আমি দিনে নিজেরদের উজ্জীবিত করতে পারবে আতিফ শিল্প সত্তা বজায় থাকবে মন ও স্বাস্থ্যের বিকাশ ঘটবে।

Share Button

     এ জাতীয় আরো খবর