রংপুর প্রতিনিধিঃ
৩১ আগস্ট’২২ সকাল ১০.৩০ মিনিটে রংপুর সিটি কর্পোরেশেনে হলরুমে “ বৈষম্য বিলোপ আইন; দলিত জনগোষ্ঠীর
প্রত্যাশা ” শীর্ষক আঞ্চলিক কনসাল্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন সংগঠন হেকস ইপার এর সহযোগিতায় এবং মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ এর আয়োজনে বাংলাদেশ দলিত
পরিষদ (বিডিপি) এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর রংপুর
বিভাগীয় কমিটির সভাপতি এডভোকেট মণিলাল দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রংপুর সিটি কর্পোরেশন
এর মেয়র মো: মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট
হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর সিটি কর্পোরেশন এর প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, বিশিষ্ট মানবাধিকার
কর্মী এড. মুণীর চৌধুরী, সমাজকর্মী ও বিশিষ্ট সংগঠক ফাতেমা ইয়াসমীন ইরা, বাসদ এর সদস্য আলমগীর হোসেন সুজন,
গণতন্ত্রী পার্টির সদস্য মুক্তিযোদ্ধা দিপেন্দ্রনাথ রায়, এনএনএমসির সাধারণ সম্পাদক পার্থ বোস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ
খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুশান্ত ভৌমিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক স্বপন
রায়, এনএনএমসি ফাউন্ডেশন এডভোকেসী অফিসার পাপন কুমার সরকার। সভায় পরিত্রাণ এর প্রোগ্রাম সমন্বয়কারী
রবিউল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে আইনটি উপস্থাপন করেন। উপস্থিত বক্তারা বৈষম্য বিলোপ আইন
পর্যালোচনা করেন এবং একটি সুপারিশমালা তৈরী করেন। কনসাল্টেশন সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং
প্রয়োজনীয় সংশোধনীর জন্য বক্তব্য প্রদান করেন হরিজন যুবনেতা রাজেশ বাঁশফোড়, দলিত নারী নেত্রী ছবি বিশ্বাস নিত্য
ঋষি, ভোলা দাস। বক্তারা বলেন, সংশোধনীর মধ্যে সিভিল অর্ডিন্যান্স এর পরিবর্তে প্রচলিত আইনে অভিযুক্তদের শাস্তির
আওতায় আনা, বিচারের জন্য জেলা, বিভাগীয় ও জাতীয় কমিটির নিকট অভিযোগ করলে দীর্ঘ সূত্রীতা সৃষ্টি করবে,
আইনটি যেভাবে আছে সংশোধনী ছাড়া পাস হলে দলিতের আশা পুরণ হবে না, আইনের শিরোনাম পরিবর্তনের সুপারিশও
করেন বক্তারা। বক্তারা আরো বলেন আইনটি অনেকাংশে সার্বজনীন আইন হিসেবে প্রতিফলিত হয়েছে এবং প্রকৃতপক্ষে
বৈষম্যের শিকার জনগোষ্ঠীর কথা উল্লেখ করা হয়নি। এছাড়া বক্তারা স্থানীয়ভাবে দলিত হরিজন কমিউনিটির বিভিন্ন
সমস্যার কথা উল্লেখ করেন তাদের বক্তব্যে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর কেন্দ্রীয়
সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার দাস।