June 28, 2024, 12:35 am

সংবাদ শিরোনাম
রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী গোয়াইনঘাটে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ কুড়িগ্রামের ভুরুমারীতে ভিনদেশী রঙের দুই সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তায় বাবা মা নরসিংদীর চাঞ্চল্যকর কান্তা হত্যার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুনকে গ্রেফতার করলো রৌমারী থানা পুলিশ পটুয়াখালীতে ১ হাজার ২’শত কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা পার্বতীপুরে ৩দিন ব্যাপি কৃষি মেলার শুভ উদ্বোধন ও বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ পার্বতীপুরে পাট উৎপাদনকারী কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন উখিয়ায় প্রাইভেটকারসহ ২৫ হাজার ৮’শ ইয়াবা নিয়ে চালক আটক

প্রতারণার এক নতুন ফাঁদ রংপুরের ওরিয়ন হাসপাতাল

রংপুর ব্যুরো:

রংপুরের স্বনামধন্য ক্লিনিক গুলোর পাশেই অবস্থিত ওরিয়ন হাসপাতাল। ধাপ পুলিশ ফাঁড়ি হতে পশ্চিম দিকে গরিব দুঃখী  মানুষের জন্য তারা পেতে রেখেছেন এক বিশাল ফাঁদ।

অনেক দিন-মজুরকে চাকরি পাওয়ার লোভ দেখিয়ে প্রথমদিকে কাজে রাখে এ প্রতিষ্ঠানটি। মাসের পরে মাস গেলেও বেতন দেয় না কোন কর্মচারীকে। অনেকে এনিয়ে কথা বললে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়া হয়। দিনমজুর হওয়ার কারণে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি। বরং স্বইচ্ছায়  অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন।

গোপন সূত্রে জানা গেছে যে, কিছুদিন আগেও ভুল চিকিৎসার কারণে এ প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আবারো তারা এই প্রতিষ্ঠানটি চালু করে এবং নতুন লোকদেরকে প্রতারণার ফাঁদে ফেলছে।

ওই হাসপাতালের এক কর্মচারী -মিজানুর রহমান(৩২)এর কাছ থেকে জানা গেছে যে, তিনি গত দেড় মাস যাবত ওই প্রতিষ্ঠানে চাকরি করছেন কিন্তু কোন বেতন পাননি। বেতনের কথা বললে নানা ধরনের গালিগালাজ করে ম্যানেজার,চাকরি ছেড়ে দেওয়ার নামে হুমকি দেয় । নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জানান -তিনি দু’মাস যাবত চাকরি করছেন ওই প্রতিষ্ঠানেই কিন্তু বেতন পাননি।

এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানে ম্যানেজারের((৪৫) সাথে কথা বলতে গেলে তিনিই প্রথমে কথা বলতে চাননি। সাংবাদিকতার পরিচয় দিতে গেলে তিনি প্রথমে মোবাইল কেড়ে নেন। তাকে বেতনের কথা জিজ্ঞেস করায় তিনি উত্তর দেন- “যখন বেতন হবে তখন দিব। এখনো কাউকে বেতন দেইনি।”

এরকম প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুব দ্রুত  প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Share Button

     এ জাতীয় আরো খবর