January 15, 2025, 12:41 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতারণার এক নতুন ফাঁদ রংপুরের ওরিয়ন হাসপাতাল

রংপুর ব্যুরো:

রংপুরের স্বনামধন্য ক্লিনিক গুলোর পাশেই অবস্থিত ওরিয়ন হাসপাতাল। ধাপ পুলিশ ফাঁড়ি হতে পশ্চিম দিকে গরিব দুঃখী  মানুষের জন্য তারা পেতে রেখেছেন এক বিশাল ফাঁদ।

অনেক দিন-মজুরকে চাকরি পাওয়ার লোভ দেখিয়ে প্রথমদিকে কাজে রাখে এ প্রতিষ্ঠানটি। মাসের পরে মাস গেলেও বেতন দেয় না কোন কর্মচারীকে। অনেকে এনিয়ে কথা বললে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়া হয়। দিনমজুর হওয়ার কারণে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি। বরং স্বইচ্ছায়  অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন।

গোপন সূত্রে জানা গেছে যে, কিছুদিন আগেও ভুল চিকিৎসার কারণে এ প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আবারো তারা এই প্রতিষ্ঠানটি চালু করে এবং নতুন লোকদেরকে প্রতারণার ফাঁদে ফেলছে।

ওই হাসপাতালের এক কর্মচারী -মিজানুর রহমান(৩২)এর কাছ থেকে জানা গেছে যে, তিনি গত দেড় মাস যাবত ওই প্রতিষ্ঠানে চাকরি করছেন কিন্তু কোন বেতন পাননি। বেতনের কথা বললে নানা ধরনের গালিগালাজ করে ম্যানেজার,চাকরি ছেড়ে দেওয়ার নামে হুমকি দেয় । নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জানান -তিনি দু’মাস যাবত চাকরি করছেন ওই প্রতিষ্ঠানেই কিন্তু বেতন পাননি।

এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানে ম্যানেজারের((৪৫) সাথে কথা বলতে গেলে তিনিই প্রথমে কথা বলতে চাননি। সাংবাদিকতার পরিচয় দিতে গেলে তিনি প্রথমে মোবাইল কেড়ে নেন। তাকে বেতনের কথা জিজ্ঞেস করায় তিনি উত্তর দেন- “যখন বেতন হবে তখন দিব। এখনো কাউকে বেতন দেইনি।”

এরকম প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুব দ্রুত  প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Share Button

     এ জাতীয় আরো খবর