রংপুর ব্যুরো:
রংপুরের স্বনামধন্য ক্লিনিক গুলোর পাশেই অবস্থিত ওরিয়ন হাসপাতাল। ধাপ পুলিশ ফাঁড়ি হতে পশ্চিম দিকে গরিব দুঃখী মানুষের জন্য তারা পেতে রেখেছেন এক বিশাল ফাঁদ।
অনেক দিন-মজুরকে চাকরি পাওয়ার লোভ দেখিয়ে প্রথমদিকে কাজে রাখে এ প্রতিষ্ঠানটি। মাসের পরে মাস গেলেও বেতন দেয় না কোন কর্মচারীকে। অনেকে এনিয়ে কথা বললে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়া হয়। দিনমজুর হওয়ার কারণে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি। বরং স্বইচ্ছায় অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন।
গোপন সূত্রে জানা গেছে যে, কিছুদিন আগেও ভুল চিকিৎসার কারণে এ প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আবারো তারা এই প্রতিষ্ঠানটি চালু করে এবং নতুন লোকদেরকে প্রতারণার ফাঁদে ফেলছে।
ওই হাসপাতালের এক কর্মচারী -মিজানুর রহমান(৩২)এর কাছ থেকে জানা গেছে যে, তিনি গত দেড় মাস যাবত ওই প্রতিষ্ঠানে চাকরি করছেন কিন্তু কোন বেতন পাননি। বেতনের কথা বললে নানা ধরনের গালিগালাজ করে ম্যানেজার,চাকরি ছেড়ে দেওয়ার নামে হুমকি দেয় । নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জানান -তিনি দু’মাস যাবত চাকরি করছেন ওই প্রতিষ্ঠানেই কিন্তু বেতন পাননি।
এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানে ম্যানেজারের((৪৫) সাথে কথা বলতে গেলে তিনিই প্রথমে কথা বলতে চাননি। সাংবাদিকতার পরিচয় দিতে গেলে তিনি প্রথমে মোবাইল কেড়ে নেন। তাকে বেতনের কথা জিজ্ঞেস করায় তিনি উত্তর দেন- “যখন বেতন হবে তখন দিব। এখনো কাউকে বেতন দেইনি।”
এরকম প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুব দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।