November 13, 2024, 12:39 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত চিলমারীতে গ্রেফতার আতঙ্কে লাপাত্তা ইউপি চেয়ারম্যানরা সেবার কার্যক্রমে জটিলতা ভয়াল ১২ নভেম্বর নিহতদের স্মরণে কলাপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলন পটুয়াখালীতে জমি দখল নিতে প্রতিপক্ষের ঘবে আগুন। নাভারণ ডিগ্রী কলেজে নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি হাসান জহিরকে সংবর্ধনা গোয়াইনঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশি ৪ নারী আটক নন্দীগ্রামে মায়ের ওপর অভিমান করে ১০ শ্রেণির ছাত্রীর আত্মাহত্যা ভারতে পালানোর সময় অর্থঋন মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক পাড়ায় পাড়ায় চলছে উৎসবের ব্যাপক প্রস্তুতি, ১৫ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা পাউবো’র অপরিকল্পিত খাল খননে রাস্তার সর্বনাশ: দুর্ভোগে চার গ্রামের ১০ হাজার মানুষ

রংপুরে ডিএক্সএনের সেলিব্রেশন অনুষ্ঠিত

মোঃআফফান হোসাইন আজমীর,রংপুরঃ

ডিএক্সএন রংপুরের আয়োজনে রংপুর কমিউনিটি হাসপাতালের অডিটোরিয়াম রুমে সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পাঠের মাধ্যমে মোছাঃ রাজিয়া সুলতানা পারভীন নাজুর সভাপতিত্বে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ সেলোয়ারা বেগম, বিশেষ অতিথি ডিএক্সএনের সিনিয়র ডায়মন্ড নুসরাত জাহান জুই ও সঞ্চালনায় মোঃ আমিনুজ্জামান খান জামাল।

প্রধান অতিথির বক্তব্যে মোছাঃ সেলোয়ারা বেগম বলেন, চাকরির পেছনে না ছুটে স্বকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে অন্যদের জন্যও কর্মসংস্থান গড়ে তোলার জন্য পুরুষের পাশাপাশি নারীরাও অনেক ভূমিকা রাখছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নুসরাত জাহান জুই বলেন, বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন চাকুরি হলো দাসত্ব, বিশ্বে মাথা উঁচু করে দাড়াতে হলে উদ্যোক্তা হতে হবে তাই চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হতে হবে।

আরও উপস্থিত ছিলেন শামিমা আক্তার, দুলালী বেগম, খায়রুন নাহার জলি, জুবায়দা বেগম, শাকিলা আক্তার, এম.এইচ.এ আশিক রেজা, নজির ইসলাম, মোহাম্মদ জুন, সাবিনা ইয়াসমিন, আব্দুস সালাম, এ্যাড, খাদেমুল ইসলাম, আরজিনা বেগম, রুবি, সেলিনা পারভীন, মায়া মায়রা, জাহিদ হাসান সোহান, খাদিজা আক্তার, মাসুদা ইয়াসমিন পপি, রেজওয়ানা আফরিন, সোহেল রানা ইমন, হাবিবা সুলতানা, শিরিন সুলতানা, শাহনাজ পারভীন, ফারজানা আক্তার, জিল্লুর রহমান, আখতারুজ্জামান সবুজ, এনামুল হক সহ প্রমূখ।

Share Button

     এ জাতীয় আরো খবর