July 5, 2024, 1:13 pm

সংবাদ শিরোনাম
রংপুর মিঠাপুকুরে সেফটিক ট্যাংকে পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু অনুমোদনহীন বৃক্ষ মেলার নামে চলছে বিনোদন ও বানিজ্য মেলা।অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা কুলাউড়ার রাবেয়া প্রাথমিকের বন্যার্তদের মাঝে বিএনপির ফ্রি ঔষধ বিতরণ মানবিক কাজে জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে আছে –এডঃ এহসানুল মাহবুব জুবায়ের শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে জরিমানা রংপুর বিভাগে ৩য় ও ৪র্থ ধাপের উপজেলা পরিষদে নির্বাচিতদের শপথ গ্রহণ নবীগঞ্জের এক শিশু লেখা পড়া করে শিক্ষিত হতে চায়- টাকার অভাবে স্কুল ফাঁকি দিয়ে শাক- সবজি বিক্রয় করছে! ফরিদপুরের নগরকান্দা এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামি সোহান শেখ’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ জয়ন্তী আইডিয়াল ল্যাবঃ মাধ্যমিক বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষায় সংবাদ সম্মেলন পটুয়াখালীতে ধরা পড়ল ৪ ফুট দৈর্ঘ্যের রাসেলস ভাইপার

আফগানিস্তানে ফের প্রাকৃতিক দুর্যোগ, ২০ জনের প্রাণহানি

অনরাইন ডেস্কঃ-

একের পর পর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে আফগানিস্তান। এবার দেশটিতে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ধ্বংস হয়ে গেছে ৩ হাজারেরও বেশি বাড়ি-ঘর।

শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে এ বন্যা হয়।- খবর বার্তা সংস্থা এএফপি ও সংবাদমাধ্যম দ্য ডনের।

প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানায়, লোগার প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে ২০ জনের মৃত্যুর পাশাপাশি ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, বন্যার কারণে কয়েক ডজন খাল ও প্রায় ৫০০০ একর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব কৃষিজমির বেশিরভাগই বাগান। এছাড়া প্রায় দুই হাজার গবাদিপশুও মারা গেছে।

এদিকে, প্রাদেশিক সরকার জানায়, নিরাপত্তা বাহিনী ও দাতব্য সংস্থাগুলো বাড়িঘর ধ্বংস হওয়ার পর ক্ষতিগ্রস্ত লোকজনকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়েছে। মুখপাত্র বিলাল করিমি একটি পৃথক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত লোকদেরকে সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

বিলাল করিমি বলেন, এ সংকটময় সময়ে আফগানদের সঙ্গে হাত মেলাতে ও ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে কোনো সুযোগ না ছাড়ার জন্য জরুরিভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ করছি।

এর আগে, ২২ জুন ভোরে আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এক হাজারে বেশি মানুষ নিহত হন।  আহত হন দেড় হাজার।

Share Button

     এ জাতীয় আরো খবর