অনরাইন ডেস্কঃ-
শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে এ বন্যা হয়।- খবর বার্তা সংস্থা এএফপি ও সংবাদমাধ্যম দ্য ডনের।
প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানায়, লোগার প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে ২০ জনের মৃত্যুর পাশাপাশি ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, বন্যার কারণে কয়েক ডজন খাল ও প্রায় ৫০০০ একর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব কৃষিজমির বেশিরভাগই বাগান। এছাড়া প্রায় দুই হাজার গবাদিপশুও মারা গেছে।
এদিকে, প্রাদেশিক সরকার জানায়, নিরাপত্তা বাহিনী ও দাতব্য সংস্থাগুলো বাড়িঘর ধ্বংস হওয়ার পর ক্ষতিগ্রস্ত লোকজনকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়েছে। মুখপাত্র বিলাল করিমি একটি পৃথক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত লোকদেরকে সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
বিলাল করিমি বলেন, এ সংকটময় সময়ে আফগানদের সঙ্গে হাত মেলাতে ও ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে কোনো সুযোগ না ছাড়ার জন্য জরুরিভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ করছি।
এর আগে, ২২ জুন ভোরে আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এক হাজারে বেশি মানুষ নিহত হন। আহত হন দেড় হাজার।