আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
মরক্কোর ক্যাসাব্লাঙ্কার পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। এক স্বাস্থ্য কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছেন এএফপি।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে খুরিবগা প্রদেশে সড়কের মোড় ঘোরার সময় বাসটি উল্টে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে ১৫ জন নিহত হওয়ার খবর জানালেও পরে ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হওয়ার কথা জানান আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক রোচদি কাদের।
এএফপির প্রতিবেদনে বলা হয়, বাসটি ক্যাসাব্লাঙ্কা ও আইত আত্তাব অঞ্চলের মধ্যে চলছিল। অঞ্চলটি হাই এটলাস পর্বতের বেনি মেল্লাল শহরের কাছে অবস্থিত। আহতদের খুরিবগার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা।
দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে মরক্কো ও উত্তর আফ্রিকার অন্য দেশগুলোতে প্রায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা জানায়, মরক্কোতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে তিন হাজার ৫০০ মানুষ নিহত হন। এ সময়ে আহত হন ১২ হাজার মানুষ। এ তথ্যানুযায়ী দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মারা যান ১০ জন।