July 5, 2024, 12:18 pm

সংবাদ শিরোনাম
রংপুর মিঠাপুকুরে সেফটিক ট্যাংকে পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু অনুমোদনহীন বৃক্ষ মেলার নামে চলছে বিনোদন ও বানিজ্য মেলা।অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা কুলাউড়ার রাবেয়া প্রাথমিকের বন্যার্তদের মাঝে বিএনপির ফ্রি ঔষধ বিতরণ মানবিক কাজে জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে আছে –এডঃ এহসানুল মাহবুব জুবায়ের শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে জরিমানা রংপুর বিভাগে ৩য় ও ৪র্থ ধাপের উপজেলা পরিষদে নির্বাচিতদের শপথ গ্রহণ নবীগঞ্জের এক শিশু লেখা পড়া করে শিক্ষিত হতে চায়- টাকার অভাবে স্কুল ফাঁকি দিয়ে শাক- সবজি বিক্রয় করছে! ফরিদপুরের নগরকান্দা এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামি সোহান শেখ’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ জয়ন্তী আইডিয়াল ল্যাবঃ মাধ্যমিক বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষায় সংবাদ সম্মেলন পটুয়াখালীতে ধরা পড়ল ৪ ফুট দৈর্ঘ্যের রাসেলস ভাইপার

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ২৬

অনলাইন ডেস্কঃ

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে কমপক্ষে ২৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় বনাঞ্চল ও লোকালয়ে আগুন ছড়িয়ে পড়ার পর হতাহতের এ ঘটনা ঘটে।
আলজেরিয়ার এক মন্ত্রীর বরাতে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজউদ বলেন, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল টারফ প্রদেশে দাবানলে ২৪ জন মারা গেছেন। এছাড়া সেতিফে আরো দুজন মারা গেছেন। সম্পর্কে তারা মা ও মেয়ে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল এখনো চলছে। বুধবার সন্ধ্যায়ও অগ্নিনির্বাপককর্মীরা হেলিকপ্টারে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দাবানলের কারণে উত্তর আফ্রিকার দেশটির বিভিন্ন প্রদেশের প্রায় ৩৫০ জন বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে ।

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি জানায়, দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো এল টারফে। প্রদেশটিতে ১৬টি দাবানল সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, সেতিফে মারা যাওয়া মা-মেয়ের বয়স যথাক্রমে ৫৮ বছর ও ৩৬ বছর। তবে তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। সেখানকার কর্মকর্তারা বলেন, দাবানল কয়েক ডজন বাড়ি ও গ্রামে ছড়িয়ে পড়েছে।

আলজেরিয়ার উত্তরাঞ্চলে প্রতি বছর বনাঞ্চলে দাবানল সৃষ্টি হয়। গত বছর এ কারণে সেখানে ৯০ জন মারা যান।এছাড়া দাবানলের কারণে ২০২১ সালে দেশটির এক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর