তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে (টেকসই পরিকল্পনা কর্মশালা পাবলিক প্রকল্পের প্রশিক্ষণ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ১৪-মার্চ (সোমবার) বেলা ১১- ৩০ মিঃ সময় তানোর উপজেলা পরিষদ হলরুমে,তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে, উপজেলা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে” টৈকসই পরিকল্পনা কর্মশালার পাবলিক প্রকল্পের প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়।
উক্ত টৈকসই পরিকল্পনা কর্মশালা পাবলিক প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; স্থানীয় সাংসদ প্রতিনিধি, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না।এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন; সহকারী কমিশনার (ভুমি) সুস্মিতা রায়, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবুবাক্কার, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনিয়া সরদার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিকসহ’ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি লুৎফর হায়দার রশিদ ময়না চেয়ারম্যান বলেনঃ দেশ ও জাতির ভাগ্য উন্নয়ন অগ্রযাত্রায় আওয়ামী লীগ সরকার যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন আমাদের চিন্তা-চেতনাটাও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার এর পক্ষে হওয়া আবশ্যক।এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সোহেল রানা, রাজশাহী