লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ঃ জামালপুরের
ইসলামপুর পৌর শহরের গাওকুড়া কাচারীপাড়া এলাকা থেকে চায়না রিভলবার ৬ রাউন্ড
গুলিসহ দুলাল হোসেন (৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ইসলামপুর
থানা পুলিশ।
সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর সার্কেলের
সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়ার নেতৃত্বে ওসি (তদন্ত) কবির
হোসেন, এসআই মাহমুদুল হক মোড়ল, এসআই আলীম ও এএসআই জুয়েলসহ
ইসলামপুর থানা পুলিশের একটি দল পৌর শহরের গাওকুড়া কাচারীপাড়া এলাকায়
অভিযান চালিয়ে একটি চায়না রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী দুলাল হোসেন
কে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত দুলাল চিনাডুলী ইউনিয়নের কুতুবুল্লাহ গ্রামের মৃত আব্দুল
খালেকের ছেলে। তার বর্তমান ঠিকানা ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া গ্রামে
বলে জানা গেছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মাজিদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত দুলাল
হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর, জামালপুর।