আর,জে রবিউল ইসলাম ব্যুরো প্রধান বরিশাল।।
বরিশালের রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে গতকাল
সোমবার সকাল ১০ টার সময় জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ মহোদয়ের উদ্যোগে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে অগ্নি নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন থেকে আগত একদল দক্ষ প্রশিক্ষণ কর্মীর সহযোগিতায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত সকলকে অগ্নিনির্বাপণের কৌশল সম্পর্কে বাস্তব প্রশিক্ষণ এবং ব্যবহারিক জ্ঞান প্রদান করেন।
উক্ত মহড়ায় বরিশাল রেঞ্জের সুযোগ্য ডিআইজি মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জনাব এ কে এম এহসান উল্লাহ মহোদয়। এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আগুন লাগলে আমরা অনেকেই জানিনা ঠিক কি করা উচিত। আবার আগুন লাগলে করণীয় কাজ গুলো জানলেও অনেকেই ঘাবড়ে যাওয়ার কারণে কিংবা ভয় পেয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। হঠাৎ আগুন লাগলে তাৎক্ষণিক কিছু কৌশল অবলম্বন করে আমরা বেঁচে যেতে পারি বা ক্ষতির পরিমাণ কমাতে পারি। তিনি ফায়ার সার্ভিসের অকুতোভয় সদস্যদের এই আয়োজনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ নূরুল আমিন হাওলাদার, রেঞ্জ ডিআইজির কার্যালয়, বরিশাল; সহকারী পুলিশ সুপার জনাব সোহেল পারভেজ, রেঞ্জ ডিআইজির কার্যালয়, বরিশাল সহ রেঞ্জ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ