মোঃ রাকিব হোসেন, ভোলাঃ
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্ব ইলশা ইউনিয়ন হইতে ০৫(পাঁচ) কেজি গাঁজা সহ ০১ (এক) মাদক কারবারিকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।
অদ্য ২৪-১২-২০২২ খ্রিস্টাব্দ তারিখ ১৫.১০ ঘটিকায় এসআই মোঃ গোলাম আযম সঙ্গীয় এএসআই মোঃ রিপন খান ও সঙ্গীয় ফোর্স সহ ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ০১ নং ওয়ার্ডে লক্ষীপুর যাওয়ার ইলিশা লঞ্চ ঘাটে পল্টনের উপর থেকে মোঃ ফারুক হোসেন( ৩৫), সাং- মধ্য নাহেরপুর, হোল্ডিং- উকিল বাড়ি, ডাকঘর- মহাজন হাট, ৪৩৪৬, থানা- মিরসরাই, জেলা- চট্টগ্রামকে ০৫ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।