পটুয়াখালী প্রতিনিধি:- খুলনার লবচোড়া এলাকা থেকে একাধিক মামলার
আসামী আন্ত:জেলা ডাকাত দলের সদস্য মনিরুল ইসলাম (৩৩) কে গ্রেফতার
করেছে পুলিশ। গতকাল (সোমবার) সকালে ওই এলাকায় বিশেষ অভিযান
চালিয়ে তাকে গ্রেফতার করে পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ। পরে সন্ধ্যায়
তাকে কলাপড়ায় নিয়ে আসা হয়। মনির বরগুনা জেলার গৌরিচন্না এলাকার
মৃত খায়রুল ইসলামের ছেলে। গত ২৫ জুন কলাপাড়া উপজেলার মোস্তফাপুর
গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আবদুর রব হাওলাদার বাড়ির দুর্ধর্ষ
ডাকাতির ঘটনায় জড়িত ছিলো। তার নামে বরগুনা সহ দেশের বিভিন্ন
থানায় ৫ টির বেশি মামলা রয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, মোস্তফাপুরের ডাকাতির ঘটনায়
এপর্যন্ত ১০ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ডাকাত মনিরকে আজই
আদালতে প্রেরন করা হইবে।