December 26, 2024, 5:05 pm

সংবাদ শিরোনাম
শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আমাদের ঝামেলা আমরা মিটাবো কোন বহি শক্তির দরকার নাই – পুলিশ সুপার বরিশাল।

নাজমুল হক মুন্না-বরিশাল

জেলার উজিরপুরে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভায় বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, আবাদ হলে বীবাদ হবেই, জায়গা জমি, ব্যবসা-বাণিজ্য নিয়ে বিরোধ হবে, তবে এই ঝামেলা আমরা নিজেদের মধ্যে নিজেরাই মিটিয়ে ফেলবো কোন বহি শক্তির দরকার নাই। প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বিএনপি’র কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদে মুসলমান নাই কেন। মুসলমান ধর্মে পবিত্র কুরআনে, ইহুদি, খ্রিষ্টান, হিন্দু সব সম্প্রদায়ের কথা লেখা থাকলে ও আমরা কেন হতে পারিনা মুসলিম, হিন্দু, বৈদ্য,খৃষ্টান ঐক্য পরিষদ।এ দেশ ১৯৭১ সালে কোন ধর্মীয় রাজনৈতিক দলের নেতারা একা স্বাধীন করেনি, স্বাধীন করেছে দেশের আপামর সাধারণ মিলে, আমরা সবাই বাংলাদেশী আমরা একই মায়ের সন্তান। তাই কারো পাতা ফাঁদে পা না দিয়ে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি নিয়ে এদেশে মিলেমিশে বসবাস করতে চাই।

বরিশালের উজিরপুর মডেল থানার উদ্যোগে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন ধর্মাবলম্বী পুরোহিত যাজক ও ইমাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন, বীরমুক্তিযোদ্ধাসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

০৫ ডিসেম্বর সকাল ১১ টায় উজিরপুর মডেল থানা মাঠে আয়োজিত সম্প্রদায় সম্প্রীতি বিষয়ক মত বিনিমিয়া সভায় উজিবুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত ) মোহাম্মাদ বেলায়েত হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, উজিরপুর – বানারীপাড়া নির্বাচনী এলাকার সংসদীয় আসনের প্রার্থী ও উজিরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা,সিনিয়র সহকারী পুলিশ সুপার, উজিপুর সার্কেল অফিসার মোঃ ইকরামুল আহাদ, বরিশাল জেলা জমায়েত ইসলামের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোঃ আব্দুল মান্নান, জামায়াতে ইসলামের উপজেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা মোঃ শাহে আলম,উজিরপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ রায়, ইমাম ও ওলামা মাশায়েক ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু-হানিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াজ উদ্দিন রাঢ়ী, এসআই আব্দুল গনি এর সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপি’র আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর