হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করলে আমরা আজ মন্ত্রী হতে পারতাম না। একটি স্বাধীন
দেশও পেতাম না, বলেন- গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন । বৃহষ্পতিবার বিকেলে উপজেলার মাটিকাটা মোড় এলাকায়
কুড়িগ্রামের চিলমারীতে ৩ তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপনকালে
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, চিলমারী-রৌমারী মানুষের বন্ধন তৈরী করতে আমরা ব্রহ্মপুত্র নদের উপর একটি ব্রীজ নির্মান করতে যাচ্ছি। ব্রীজটি নির্মান করা হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং অর্থেবিত্তে সংস্কৃতিতে কিছু উন্নয়ন ঘটবে।
সেতুু নির্মান হলে একদিকে যেমন সময় বাচবে, অপরদিকে বঙ্গবন্ধু সেতুর উপরে যে চাপ সৃষ্টি হয়েছে, সেটা কিছুটা হলে ও কমবে পাশাপাশি এই এলাকার মানুষ অর্থনৈতিকভাবে কিছুটা মুক্তি হবে বলে আশা করছি। এ সময় উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং মুক্তিযুদ্ধে সেকশন কমান্ডার আব্দুর রহিম সরকার, সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, মফিজল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।