লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিহাটের পাটগ্রাম পৌরসভার রসূলগঞ্জ হাটে ক্রয়কৃত ৩৯টি গরু জয়পুরহাট বগুড়ার ব্যবসায়ীরা ট্রাকে নিয়ে ফিরে যাওয়ার পথে পাটগ্রাম কুচলিবাড়ী বিজিবির বিরুদ্ধে গরুগুলোকে আটক করার অভিযোগ উঠেছে।
জানা যায়, কুচলিবাড়ী বিজিবি বিওপির সামনে কোন রকম টাস্কফোর্স গঠন ছাড়াই বৃহস্পতিবার (৩ মার্চ) মহাসড়কে চেকিং করার কথা বলে হাটে ক্রয় রশিদ কাগজপত্র কেড়ে নিয়ে ৩৯টি গরু জোর করে নামিয়ে নেন। পরবর্তীতে ভারতীয় গরু ঘোষণা দিয়ে সিজার করেন। শুক্রবার কাস্টমস সেই গরুগুলোর মধ্যে ৩২টি নিলাম করলে কান্নায় ভেঙ্গে পড়েন সেই ব্যবসায়ীরা। ইতোমধ্যে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, পাটগ্রাম জোংড়া ইউনিয়নের আ’লীগ নেতা সোহেল আশরাফির পা ধরে কান্নাকাটি করছেন এক ব্যবসায়ী।
রংপুর ৫১ বিজিবি ( তিস্তা ১) ব্যাটালিয়ন পরিচালক ও কুচলিবাড়ী বিওপির পক্ষ থেকে এ বিষয়ে কোন বক্তব্য মেলেনি। উপস্থিত জনগণ ও ভুক্তভোগীদের দাবি, তারা কোনো চোরাচালানের সাথে জড়িত নন, তারা প্রায়ই হাটে গরু ক্রয় করে আসছেন। হাটে গরু ক্রয় করার পর কেন বিজিবি জোর করে সিজার দিলেন তা বোধগম্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজিবির মহাপরিচালক ও জেলা-উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী জনগন।
মিথুন পাটগ্রাম