কয়টা ছবি বছরে করছি সেটা মূল বিষয় নয়: নিপূন
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
চলচ্চিত্রের কোনো সংবাদে বেশ কিছুদিন ধরেই নেই চিত্রনায়িকা নিপূণ। অবশেষে খবরে এলেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিবেন তিনি। আগামীকাল বিকেল ৪টায় এফডিসির শিল্পী সমিতির অফিসে সভাপতি মিশা সওদাগর শপথ বাক্য পাঠ করাবেন নিপুণকে।
চলতি বছরের ৫মে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ‘মিশা-জায়েদ’ প্যানেল জয়ী হয়। এছাড়াও নির্বাচনে অন্য একটি প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে জয় লাভ করেন চিত্রনায়িকা মৌসুমী। তবে তিনি তার দায়িত্ব গ্রহণ না করে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। সেই শূন্যস্থান পদে নিপূণকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হবে।
নিপূণ এই প্রসেঙ্গ বলেন, ‘আমি কৃতজ্ঞ আমাকে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেয়ার জন্য। বছরে কয়টা ছবি করছি সেটা মূল বিষয় নয়, আমি চলচ্চিত্রের সাথে সবসময়ই আছি। চলচ্চিত্রের বিভিন্ন দিক উন্নয়নের জন্য আমাদের সবার কাজ করতে হবে। চলচ্চিত্র প্রাণের জায়গা, তাই দায়িত্বটা আমাদেরই নিতে হবে।’