February 10, 2025, 12:30 am

সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ নেতা গ্রেফতারের খবর শুনে মিষ্টি বিতরণ রাজধানীর ডেমরা এলাকায় অটোরিক্সা চালক উযান মিয়া (৪২)’কে হত্যা মামলায় আসামী আকাশ ভূইয়া (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারেক রহমানের ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়িত হলে এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না- বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। টঙ্গীর ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সাগরে মৃত্যু প্রতিরোধে রেসকিউ বোট নিয়ে সহায়তায় এগিয়ে এলো ওয়ার্টসিলা বিচারপতি আবদুর রউফ ইন্তেকালে লেবার পার্টির শোক সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। রামুতে ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করে ঘের দখল ও চাঁদাবাজী করছে পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

মিঠাপুকুরের দুই অদম্য মেধাবী শিক্ষার্থী সিয়াম ও শিনু মেডিকেল ভর্তির সুযোগ পেলেন।

মিঠাপুকুর প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলার অদম্য দুই মেধাবী এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মেধাবী এই দুই শিক্ষার্থী মেডিকেল পড়ার সুযোগ পাওয়ার পিছনে রয়েছে কঠোর পরিশ্রম, ত্যাগ ও দারিদ্র্যতার ভয়াল থাবা। তবুও দমাতে পারেনি দুই মেধাবীকে। পরিবারে অর্থাভাব থাকলেও লক্ষ্য পূরণে ছিলেন অনড়। গ্রামের অজপাড়াগাঁয়ের পরিবার থেকে উঠে এসে অদম্য দুই শিক্ষার্থী সিয়াম হাসান ও সাবিকুন্নাহার শিনু মেধার স্বাক্ষর রেখেছে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায়।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের সিয়াম হাসান ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছেন। সিয়ামের গল্পটা সহজ ছিলনা, গ্রামের স্কুল পাইকান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। রংপুর সরকারি সিটি কলেজে এইচএসসিতে ভর্তি হন। শহরের নতুন পরিবেশ আর পরিবারের আর্থিক সংকটে শুরুতেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন সিয়াম। কিন্তু তার প্রবল ইচ্ছাশক্তি চিকিৎসক হওয়ার স্বপ্নকে থমকে দিতে পারেনি। প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েই সুযোগ পেয়েছেন এই শিক্ষার্থী।

আরেক মেধাবী, মিঠাপুকুরের মেয়ে সাবিকুন্নাহার শিনু এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। দারিদ্র্যতার সাথে লড়াই করে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সাবিকুন্নাহার শিনু মিঠাপুকুর মহাবিদ্যালয়ের অফিস সহকারি শফিকুল ইসলামের মেয়ে। গত ৩ বছর আগে বাবার মৃত্যু হলে দারিদ্র্যতার কাছে হেরে শিনুর লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তখনও শত প্রতিকূলতা আর জরাজীর্ণতাকে দুর করে শিনু স্বপ্ন দেখছিলেন ডাক্তার হবেন। শিনুর মা তাসলিমা বেগম মাস্টার রোলে মিঠাপুকুর মহাবিদ্যালয়ে চাকরি করে সংসার পরিচালনার পাশাপাশি মেয়েকে সাহস যুগিয়েছেন। শিনুর এই সাফল্যের পিছনে তার মামা জাহিদ হোসেনের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে জানা গেছে। সাবিকুন্নাহার শিনু মিঠাপুকুর মহাবিদ্যালয় থেকে গোল্ডেন এ+ প্লাস নিয়ে এইচএসসি পাশ করেন। দুই মেধাবীর লেখাপড়া অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কলেজ, প্রশাসন ও সংশ্লিষ্টদের বিশেষ সহযোগিতার আহবান জানিয়েছেন সচেতন মহল।

রাখিবুল হাসান রাখিব
মিঠাপুকুর রংপুর প্রতিনিধিঃ

Share Button

     এ জাতীয় আরো খবর