মিঠাপুকুর প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার অদম্য দুই মেধাবী এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মেধাবী এই দুই শিক্ষার্থী মেডিকেল পড়ার সুযোগ পাওয়ার পিছনে রয়েছে কঠোর পরিশ্রম, ত্যাগ ও দারিদ্র্যতার ভয়াল থাবা। তবুও দমাতে পারেনি দুই মেধাবীকে। পরিবারে অর্থাভাব থাকলেও লক্ষ্য পূরণে ছিলেন অনড়। গ্রামের অজপাড়াগাঁয়ের পরিবার থেকে উঠে এসে অদম্য দুই শিক্ষার্থী সিয়াম হাসান ও সাবিকুন্নাহার শিনু মেধার স্বাক্ষর রেখেছে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায়।
খোঁজ নিয়ে জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের সিয়াম হাসান ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছেন। সিয়ামের গল্পটা সহজ ছিলনা, গ্রামের স্কুল পাইকান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। রংপুর সরকারি সিটি কলেজে এইচএসসিতে ভর্তি হন। শহরের নতুন পরিবেশ আর পরিবারের আর্থিক সংকটে শুরুতেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন সিয়াম। কিন্তু তার প্রবল ইচ্ছাশক্তি চিকিৎসক হওয়ার স্বপ্নকে থমকে দিতে পারেনি। প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েই সুযোগ পেয়েছেন এই শিক্ষার্থী।
আরেক মেধাবী, মিঠাপুকুরের মেয়ে সাবিকুন্নাহার শিনু এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। দারিদ্র্যতার সাথে লড়াই করে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সাবিকুন্নাহার শিনু মিঠাপুকুর মহাবিদ্যালয়ের অফিস সহকারি শফিকুল ইসলামের মেয়ে। গত ৩ বছর আগে বাবার মৃত্যু হলে দারিদ্র্যতার কাছে হেরে শিনুর লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তখনও শত প্রতিকূলতা আর জরাজীর্ণতাকে দুর করে শিনু স্বপ্ন দেখছিলেন ডাক্তার হবেন। শিনুর মা তাসলিমা বেগম মাস্টার রোলে মিঠাপুকুর মহাবিদ্যালয়ে চাকরি করে সংসার পরিচালনার পাশাপাশি মেয়েকে সাহস যুগিয়েছেন। শিনুর এই সাফল্যের পিছনে তার মামা জাহিদ হোসেনের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে জানা গেছে। সাবিকুন্নাহার শিনু মিঠাপুকুর মহাবিদ্যালয় থেকে গোল্ডেন এ+ প্লাস নিয়ে এইচএসসি পাশ করেন। দুই মেধাবীর লেখাপড়া অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কলেজ, প্রশাসন ও সংশ্লিষ্টদের বিশেষ সহযোগিতার আহবান জানিয়েছেন সচেতন মহল।
রাখিবুল হাসান রাখিব
মিঠাপুকুর রংপুর প্রতিনিধিঃ