January 15, 2025, 5:00 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

ঝিনাইদহ সহ মহেশপুর উপজেলায় জাওয়াদের প্রভাবে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন। টানা তিনদিনের গুড়ি গুড়ি বর্ষণে হাজার হাজার একর পাকা ধানসহ শীতকালীন ফসলের ক্ষেত তলিয়ে গেছে। এসবের মধ্যে রয়েছে আমন ধান, পেঁয়াজ, রসুন, মসুর, গম, আলু, ভুট্টা ও মরিচসহ নানা রকম শাকসবজি।মাঠে মাঠে কেটে রাখা ধান পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে।বছরের খোরাকি নষ্ট হয়ে যাওয়ায় অনেক কৃষকের মাথায় হাত পড়েছে। এদিকে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রোপণকৃত শত শত বিঘা জমির শাকসবজির বীজতলা তলিয়ে গেছে। কোথাও কোথাও ধানের উপর পানি ওঠে গেছে। একই অবস্থা সবজি ক্ষেতেও।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) বিজয় কৃষ্ণ হালদার জানান, এ মৌসুমে জেলার ৬টি উপজেলায় ধানের চাষ হয়েছিল ১ লাখ ৪২ হাজার ৬১২ হেক্টর জমিতে। এর মধ্যে কৃষকেরা ৮৯% ধান কেটে নিয়েছে এবং ২% ধান কেটে রাখাসহ জমিতে ছিল। এই ধানের মধ্যে অর্ধেক ধান নষ্ট হয়ে যাবে। শাকসবজির আবাদ হয়েছে ৪২ হাজার ৫২৭ হেক্টর জমিতে।বৃষ্টির কারণে ৪২০ হেক্টর জমির সবজি ক্ষেত আক্রান্ত হয়েছে। এটা আমরা প্রাথমিক মনিটরিং করেছি। কয়েকদিনের মধ্যে চূড়ান্ত তালিকা করে ক্ষতির পরিমাণ সরকারকে জানিয়ে দেব। যদি সরকার প্রণোদনা দেয় তাহলে ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদের মাঝে সেটি বিতরণ করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর