ডিটেকটিভ ডেস্কঃঃ
২৪ ঘণ্টায় আবারো বিশ্বে করোনায় সর্বোচ্চ প্রাণহানি ও সংক্রমণ হয়েছে ভারতে। দেশটিতে মারা গেছে ৮১৮ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা ছাড়ালো ৬৫ লাখ। ৬৮ হাজারের বেশি নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ লাখের বেশি।
২৪ ঘণ্টায় বিশ্বে ৪ হাজারের বেশি মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ২ লাখ ৪৪ হাজারের বেশি। ব্রাজিলে একদিনে প্রাণ গেছে ৬১৯ জনের। ৪৮ হাজারের বেশি মানুষ নতুন করে শনাক্ত হয়েছেন। মৃত্যু ও সংক্রমণ না কমলেও আজ থেকে দেশটির রিও শহরের সব জাদুঘর, পার্ক ও লাইব্রেরি খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এদিকে, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১২ জনের। এ নিয়ে সেখানে মোট প্রাণহানি ১ লাখ ৮৭ হাজারের বেশি। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছে ৩৮ হাজারের বেশি মানুষ। উপসর্গ ছাড়া নমুনা পরিক্ষা না করার কথা বলছে ফ্লোরিডার গভর্নর ও হোয়াইট হাউসের উপদেষ্টা।
সোমবার থেকে যুক্তরাষ্ট্রে করোনার সম্ভাব্য ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরিক্ষা শুরু করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। এ পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ৮ লাখ ৫৪ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্ত ছাড়িয়েছে ২ কোটি ৫৬ লাখ।