‘পারফেক্ট অফার’ হুয়াওই ইন্টারনেটে
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নতুন বছরে হুয়াওয়ের স্মার্টফোন কেনার সঙ্গে বিনামূল্যে ইন্টারনেটের ‘পারফেক্ট অফার’ আনল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
হুয়াওয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সকল গ্রামীণফোন গ্রাহকরা এ অফার উপভোগ করতে পারবেন হুয়াওয়ের নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কেনায়।
হুয়াওয়ে নোভা টুআই, ওয়াইসেভেন, ওয়াইসিক্স টু, ওয়াইসিক্স টু প্রাইম, জিআরথ্রি ২০১৭, জিআরফাইভ ২০১৭ (স্ট্যান্ডার্ড), জিআরফাইভ ২০১৭ (প্রিমিয়াম) এবং মিডিয়াপ্যাড টিথ্রি টেন ট্যাব কিনে গ্রামীণফোন গ্রাহকরা বিনামূল্যে ১৪ দিনের মেয়াদে পাবেন মোট চার জিবি ইন্টারনেট ডাটা।
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “ইন্টারনেট ও স্মার্টফোন- একটি অন্যটির পরিপূরক। মোবাইল অপারেটর গ্রামীণফোন গ্রাহকরা এ অফারটি সহজেই উপভোগ করতে পারবেন। হুয়াওয়ের উপর ক্রেতাদের বিশ্বাস ও ভালোবাসা অটুট রাখতেই আমাদের এই প্রচেষ্টা।”
দেশব্যাপী ৬৪টি জেলার হুয়াওয়ে ব্র্যান্ডশপ ছাড়াও তালিকাভুক্ত মোবাইল বিক্রির দোকান থেকে ওইসব মডেলের হ্যান্ডসেট কেনার ক্ষেত্রে বিনামূল্যে গ্রামীণফোনের ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা।