September 16, 2024, 2:16 pm

সংবাদ শিরোনাম

বিপদে শ্রীলঙ্কা

বিপদে শ্রীলঙ্কা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

টেস্ট ক্রিকেট রঙ বদলায় ক্ষণে ক্ষণে। অনিশ্চয়তা বাঁকে বাঁকে। কৃত্রিম আলোয় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আরও একবার সাক্ষী হয়ে থাকল সেই বাস্তবতার। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিশাল লিডের পর এভাবে ঘুরে দাঁড়াবে পাকিস্তান, কজন ভাবতে পেরেছিলেন!

প্রথম ইনিংসে ২২০ রানের বিশাল লিডকে আরও বাড়ানোর মিশনে নেমে দ্বিতীয় ইনিংসে খাবি খাচ্ছে শ্রীলঙ্কান ব্যাটিং। ৩৪ রান তুলতেই শেষ ইনিংসের অর্ধেক!

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪৮২ রানের জবাবে পাকিস্তান অলআউট হয় ২৬২ রানে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট ৩৪ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ৫ উইকেট হাতে নিয়ে এগিয়ে তারা ২৫৪ রানে।

চতুর্থ ইনিংস ও পাকিস্তানী ব্যাটিংয়ের কথা ভাবনায় রাখলে এখনও ফেবারিট শ্রীলঙ্কাই। তবে প্রথম ইনিংসে পরাজয়ের দুয়ার খোলার পর সেখানে খানিকটা আশার হাওয়া বইয়ে দিতে পেরেছে দ্বিতীয় ইনিংসের বোলিং।

পাকিস্তান দিন শুরু করেছিল বিনা উইকেটে ৫১ রান নিয়ে। শান মাসুদ ও সামি আসলাম ধরে রাখতে পারেননি আগের দিনের শুরু। খানিক পর আসাদ শফিক ও বাবর আজমও অনুসরণ করেন তাদের। পাকিস্তানের রান তখন ৪ উইকেটে ১০৯।

আগের টেস্টে ব্যাট হাতে ভালো করা আজহার আলি ও হারিস সোহেল এদিনও টানেন দলকে। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ৭১ রানের জুটি।

৫৯ রান করা আজহারকে ফিরিয়ে জুটি ভাঙেন রঙ্গনা হেরাথ। অধিনায়ক সরফরাজ ব্যর্থ আরও একবার। দারুণ খেলতে থাকা সোহেলকে ৫৬ রানে ফেরান দিলরুয়ান পেরেরা।

শেষ দিকে দুই ছক্কায় ইয়াসির শাহর ২৪ রানে আড়াইশ পেরোয় পাকিস্তান। আবারও তাদের মূল হন্তারক শ্রীলঙ্কার দুই স্পিনার। হেরাথ ও পেরেরা নিয়েছেন দুটি করে উইকেট।

ফলো অন না করিয়ে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় শ্রীলঙ্কা। চোটের কারণে অন্যতম স্ট্রাইক বোলার মোহাম্মদ আমির বোলিং করতে পারছেন না। তবে জ¦লে ওঠেন অন্যরা।

মোহাম্মদ আব্বাস এনে দেন শুরুর ব্রেক থ্রু। আবারও ওয়াহাব রিয়াজের বল স্টাম্পে টেনে আনেন দিমুথ করুনারতেœ। নাইটওয়াচম্যান সুরঙ্গা লাকমলকে ফেরান ইয়াসির।

প্রথম ইনিংসে রান আপের ভোগান্তিতে এলোমেলো বোলিং করা ওয়াহাব এদিন ছিলেন দারুণ ছন্দে। তুলে নেন সামারাবিক্রমা ও চান্দিমালকেও। পিছিয়ে থেকেও পাকিস্তান মাঠ ছাড়ে হাসিমুখে।

ভূতূড়ে সময়টা শেষ হওয়ায় স্বস্তির নিশ্বাস পড়েছে হয়ত লঙ্কান ড্রেসিং রুমে। নতুন দিনে লড়াই জমবে নতুন করে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৮২

পাকিস্তান: ৯০.৩ ওভারে ২৬২ (আগের দিন ৫১/০) (মাসুদ ১৬, আসলাম ৩৯, আজহার ৫৯, শফিক ১২, বাবর ৮, সোহেল ৫৬, সরফরাজ ১৪, আমির ৭, ইয়াসির ২৪, ওয়াহাব ১৬, আব্বাস ১*; লাকমল ২০/৪১, প্রদিপ ০/২১, গামাগে ২/৩৮, পেরেরা ৩/৭২, হেরাথ ৩/৮৪)।

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ১৪.৩ ওভারে ৩৪/৫ (করুনারতেœ ৭, কৌশল ৩, সামারাবিক্রমা ১৩, মেন্ডিস ৮*, লাকমল ১, চান্দিমাল ০; আব্বাস ১/৬, ইয়াসির ১/১৭, ওয়াহাব ৩/১০)।

Share Button

     এ জাতীয় আরো খবর