ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ
দীর্ঘ এক বছর ধরে একই সঙ্গে পাকিস্তান দলের হেড কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার মিসবাহ-উল হক।আর তার এই দ্বৈত দায়িত্বের অবসান ঘটতে যাচ্ছে বলে জানা গেছে। শিগগরিই প্রধান নির্বাচকের পদটি হারাচ্ছেন মিসবাহ।আর সেই পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দেশটির এক সাবেক খ্যাতনামা ফাস্ট বোলার।তবে কোন তারকা পেসারকে দলটির প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হচ্ছে, তার নাম এখনই জানাতে নারাজ সেই কর্মকর্তা।পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে চলতি সফর শেষেই মিসবাহকে প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিতে বলা হবে। তার বদলে এক সাবেক পেসারকে নতুন প্রধান নির্বাচক বানানোর কথা ভাবছে পিসিবি।মিসবাহকে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়ে পিটিআইকে সেই কর্মকর্তা বলেন, ‘পিসিবি এখন মনে করছে– দুই দায়িত্ব মিসবাহর ওপর বাড়তি চাপ হয়ে যাচ্ছে। প্রধান নির্বাচকের দায়িত্বটি কমিয়ে দিলে তিনি তার প্রধান কোচের দায়িত্বে বেশি মনোযোগ দিতে পারবেন। আগামী তিন বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইসিসি ইভেন্ট রয়েছে। সেখানে খেলোয়াড়দের কোচিংয়ে ঘাম ঝরাতে হবে অনেক।’ওই কর্মকর্তা আরও বলেন, মিসবাহ পদ ছেড়ে দিলে সেখানে আমরা একজন সাবেক ফাস্ট বোলারকে দায়িত্ব দেব। যিনি তার নিজের সময় পাক দলের তারকা ফাস্ট বোলার ছিলেন এবং সবসময় সাহসী মন্তব্য করে থাকেন। তার সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ আগষ্ট ২০২০/ইকবাল