January 7, 2025, 2:08 am

সংবাদ শিরোনাম
সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক নীলফামারী কারাগারে হাজতির মৃত্যু কমলগঞ্জে পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২ পীরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরন
বায়ার্নের বিপক্ষে গোল বন্যায় উড়ে গেছে বার্সা। ছবি সংগৃহীত

পাত্তাই পেল না বার্সেলোনা,সেমিতে বায়ার্ন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

বায়ার্নের বিপক্ষে গোল বন্যায় উড়ে গেছে বার্সা। ছবি সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে পাত্তাই পেল না বার্সেলোনা।দলটি বায়ার্নের কাছে রীতিমত নাকানি-চুবানি খেল।গতকাল ১৪ আগষ্ট ২০২০ ইং তারিখ শুক্রবার রাতে পর্তুগালের লিসবনে দর্শক শূন্য স্টেডিয়ামে কিকে সেতিয়েনের দলকে ৮-২ গোলের বন্যায় ভাসিয়ে সেমি-ফাইনালে গেল বায়ার্ন।ম্যাচের শুরু থেকেই দাপুটে ছিল বায়ার্ন। শুরুর চার মিনিটের মাথায় ডেভিড মিলার বার্সার জালে প্রথম গোল দেন। তবে তিন মিনিট পরেই আত্মঘাতী গোল থেকে সমতায় ফেরে বার্সেলোনা।তবে এর পরের পুরো খেলা যেন বায়ার্নের। সারা মাঠ জুড়ে তাদের দাপট! ২১ মিনিটের মাথায় ক্রোয়েশিয়া তারকা পেরিসিচ দলকে ২-১ গোলে এগিয়ে নেন। এর পাঁচ মিনিট পরে তরুণ জার্মান তারকা গিনাব্রি দলকে ৩-১ গোলের লিড এনে দেন। ডেভিড মুলার ৩১ মিনিটে আরও এক গোল দিয়ে প্রথমার্ধেই দলকে ৪-১ গোলে এগিয়ে নেন।তবে খেলার দ্বিতীয়ার্ধে যেন ঘুরে দাঁড়াচ্ছে বার্সা এমন আভাস দেন লুইস সুয়ারেজ। ম্যাচের ৫৭ মিনিটের মাথায় তার গোলে ব্যবধান আসে ৪-২ এ।তবে পরবর্তী সময় টুকুতে সেই আভাস আর সত্যি হয়ে উঠেনি। উল্টো আরও জ্বলে উঠে বায়ার্ন। মেসিরাযেন খেলছিলেন বায়ার্নের গোল ঠেকাতে।বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন টমাস মুলার ও ফিলিপে কৌতিনিয়ো। এছাড়া একটি করে রবের্ত লেভানদোভস্কি, সের্গে জিনাব্রি, ইভান পেরিসিচ ও জশুয়া কিমিচ।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর