ডিটেটিভ বিনোদন ডেস্ক
কারিনা কাপুর মানেই অন্যরকম কিছু। যা তিনি করেন তাতেই যেন ম্যাজিকের দারুণ ছোঁয়া। সিনেমার পর্দায় যেমন তেমনই বাস্তবের কোনো অনুষ্ঠানে নাচার বেলায় এ অভিনেত্রী দূর্দান্ত। এমন তথ্যের প্রমাণ তিনি এ যাবৎ অনেক দিয়েছেন। ফের দিলেন দুবাইতে গিয়ে। সম্প্রতি দুবাইয়ে একটি গয়নার ব্র্যান্ডের প্রোমোশনে গিয়ে ভক্তদের নানারকম প্রশ্নের উত্তর তো বেশ মজা করে দিয়েছেনই। পাশাপাশি আয়োজকদের একটি আবদারও মিটিয়েছেন খুব আন্তরিকতার সঙ্গে। আয়োজকেরা হঠাৎই তাকে শাহরুখের সঙ্গে করা তার ‘রা. ওয়ান’ ছবির ‘ছম্মক ছল্লো’ গানের সঙ্গে নাচ করার অনুরোধ করে বসেন। কারিনাও মন রেখেছেন সবার। নাচলেন গানটির সঙ্গে। এ সময় তার নাচ দেখে উপস্থিত সবার মুখে একটা কথাই শোনা যাচ্ছিল যে, কারিনা ফের যেন তার পুরনো ম্যাজিক ফিরিয়ে আনলেন। বিষয়টি এ পর্যন্তই থেমে থাকে নি। কারা যেন ইন্টারনেটে ছড়িয়ে দেয় কারিনার এ নাচ। ব্যস, অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। এদিকে মা হওয়ার পর কারিনার প্রথম ছবি ‘ভিরে দি ওয়েডিং’-এর শুটিংয়ের একটি ছবি লিক হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে কারিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা সুমিত। এই ছবিও আপাতত ভাইরাল। প্রসঙ্গত, কারিনার পাশাপাশি ‘ভিরে দি ওয়েডিং’ সিনেমায় দেখা যাবে সোনম কাপুরকেও। ২০১৮ সালে মুক্তি পাবে সিনেমাটি।