গ্যালাক্সি এস৯ আসছে ফেব্রুয়ারিতে
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এস৯ উন্মোচনের কথা নিশ্চিত করেছে স্যামসাং।
বাজারে আনার আগে সামনের মাসে এক বাণিজ্য প্রদর্শনীতে এটি উন্মোচন করা হবে বলে জানিয়েছে ইলেকট্রনিকস পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।
২৬ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। ধারণা করা হচ্ছে এই অনুষ্ঠানেই নতুন গ্যালাক্সি এস৯ উন্মোচন করবে স্যামসাং, বলা হয়েছে ব্রিটিশ ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে।
স্যামসাং মোবাইল বিভাগের প্রেসিডেন্ট ডিজে কো বলেন, ডিভাইসটি বাজারে আনার তারিখও ওই ইভেন্টে ঘোষণা করা হবে। চলতি বছরের মার্চে বাজারে আসতে পারে ডিভাইসটি।
আগের বছর মার্চ মাসে গ্যালাক্সি এস৮ উন্মোচন করে স্যামসাং। এর এক মাস পর এপ্রিলে বিক্রির জন্য বাজারে আনা হয় ডিভাইসটি।
এর আগে গুজব শোনা গিয়েছিল যে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০১৮-তে গ্যালাক্সি এস৯ উন্মোচন করবে স্যামসাং। কিন্তু এবার সিইএস-এ টেলিভিশন, স্মার্ট হোম ডিভাইস এবং অন্যান্য প্রযুক্তির দিকেই নজর দিয়েছে প্রতিষ্ঠানটি।
গ্যালাক্সি এস৯-এর পাশাপাশি এস৯ প্লাসও আনা হবে বলে বলা হচ্ছে। আগের এস৮ ও এস৮ প্লাসের সঙ্গে অনেকটাই মিল থাকবে এস৯ ও এস৯ প্লাসে, এমনটাই ধারণা করা হচ্ছে।