December 23, 2024, 4:10 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

ভিডিওতে মৃতদেহ, বিতর্কে সাড়া দিলো ইউটিউব

ভিডিওতে মৃতদেহ, বিতর্কে সাড়া দিলো ইউটিউব

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

‘অন্যতম জনপ্রিয়’ এক ইউটিউব তারকা একটি মৃতদেহের গ্রাফিক ভিডিও পোস্ট করার পর তা নিয়ে শুরু হয় বিতর্ক। এ নিয়ে মঙ্গলবার সাড়া দিয়েছে বিনামূল্যের ভিডিও স্ট্রিমিং সাইটটি, খবর আইএএনএস-এর।

ইউটিউব তারকা লোগান পল-এর পোস্ট করা ১৫ মিনিটের একটি ভিডিওতে জাপানের ‘কুখ্যাত’ এক বনে আত্মহত্যা করা এক ব্যক্তির মৃতদেহ দেখানো হয়। পল-এর ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা দেড় কোটি।

ভিডিওতে দেখা যায়, পল আর তার বন্ধুরা জাপানের আওকিগাহারা বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা এক মৃতদেহে হোঁচট খান। এই বনটিকে ‘সুইসাইড ফরেস্ট’ নামে ডাকা হয়ে থাকে। জাপানের অনেক মানুষ এই জায়গাটিকে আত্মহত্যার জন্য বেছে নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

টুইটারে প্রায় ৩৯.২ লাখ ফলোয়ার থাকা পল-কে নিয়ে এই ভিডিও দেওয়ার ঘটনায় সমালোচনা শুরু হয়। পরে তিনি নিজেই ভিডিওটি সরিয়ে নেন আর টুইটারে তার এমন ‘অনুচিত’ আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে এ নিয়ে গুগল অধীনস্থ ইউটিউব মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছে। এই বিবৃতিতে “সহিংস ও অন্যান্য অনুপুযুক্ত কনটেন্টগুলো নিষিদ্ধ করার নীতিমালা স্পষ্ট করা হয়।”

এ নিয়ে ইউটিউব-এর পক্ষ থেকে বলা হয়, “ভিডিওতে দেখানো ব্যক্তির পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। ইউটিউব জঘন্য, উত্তেজনাপূর্ণ বা অমর্যাদাপূর্ণভাবে সহিংস বা কোনো রক্তাক্ত কনটেন্ট পোস্ট করা সমর্থন করে না।”

Share Button

     এ জাতীয় আরো খবর