এলজি’র পর্দা পরবর্তী আইফোনে
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
পরবর্তী আইফোনে এলজি’র ওলেড পর্দা ব্যবহার করতে পারে অ্যাপল।
চলতি বছর এজ-টু-এজ পর্দার আরও কয়েকটি আইফোন বাজারে আনতে ওলেড পর্দা সরবরাহে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির শেষ পর্যায়ে রয়েছে অ্যাপল, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।
চুক্তির বাস্তবায়ন হলে আইফোনের ওলেড পর্দা সরবরাহকারীর তালিকায় যোগ হবে এলজি ডিসপ্লে। বর্তমানে আইফোনের ওলেড পর্দার একমাত্র সরবরাহকারী প্রতিষ্ঠান স্যামসাং।
বুধবার অ্যাপলইনসাইডার-এর প্রতিবেদনে বলা হয়, “ধারণা করা হচ্ছে ২০১৮ সালের দ্বিতীয়ার্ধে অল্প সংখ্যক, ১৫ থেকে ১৬ মিলিয়ন প্যানেল সরবরাহ করবে এলজি।”
প্রতিবেদনে আরও বলা হয়, “বলা হচ্ছে ওলেড প্যানেলের জন্য এলজি-কে ২৭০ কোটি মার্কিন ডলার অগ্রিম দিয়েছে অ্যাপল। এর আগে ধারণা করা হয়েছিল ২০১৯ সালে প্যানেল সরবরাহের জন্য এই অর্ডার দেওয়া হয়েছে।”
ধারণা করা হচ্ছে চলতি বছর আইফোন ঢ-এর বড় সংস্করণ আনবে অ্যাপল। এটির নাম দেওয়া হতে পারে আইফোন ঢ প্লাস।
এর পাশাপাশি ৫.৮ ইঞ্চি ও ৬.৫ ইঞ্চি ওলেড পর্দার আইফোন আনা হতে পারে।
অ্যাপলবিষয়ক খবরের সাইট ম্যাকরিউমারস জানায়, ৬.৫ ইঞ্চির ওলেড পর্দা সরবরাহ করবে এলজি আর ৫.৮ ইঞ্চি বা ৬ ইঞ্চির ওলেড প্যানেল সরবরাহ করবে স্যামসাং। বর্তমানে আইফোন ৮ ও ৮ প্লাস-এ যে এলসিডি পর্দা ব্যবহার করা হচ্ছে তা সরবরাহ করছে এলজি।
ধারণা করা হয় ২০১৯ সালের সব আইফোনে ওলেড পর্দা আনবে অ্যাপল।