মোঃ রবিন চৌধুরী,ঢাকা জেলা প্রতিনিধিঃ
ঢাকাই ইন্ডাস্ট্রির অনেক অভিনয়শিল্পী, পরিচালক ও কলাকুশলীই বছরের বেশিরভাগ সময় ‘অলসভাবে’ কাটিয়েছেন। সে কারণে কমেছে চলচ্চিত্র সংখ্যাও। তবে বছরের শেষ প্রান্তিকটা কিছুটা হলেও ভালো যাচ্ছে। কয়েকটি আলোচিত সিনেমা মুক্তি পাওয়ার পাশাপাশি কর্ম ব্যস্ততা বেড়েছে অনেকেরই। ডিসেম্বরে চলছে বেশ কয়েকটি সিনেমার শুটিং, যেগুলো নিয়ে এরইমধ্যে আলোচনা চলছে দর্শকমহলে।২০১৯ সালের শেষ প্রান্তিকে সবচেয়ে বেশি ব্যস্ত অভিনেতা সিয়াম আহমেদ। তিনি কোনো নাটকে কাজ করেননি, তবে বেশ কয়েকটি সিনেমা ও বিজ্ঞাপনচিত্র নিয়ে ব্যস্ত আছেন। ডিসেম্বরের শুরু থেকেই ব্যস্ত ছিলেন ‘ইত্তেফাক’ সিনেমার শুটিং নিয়ে। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী। এ সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন বিদ্যা সিনহা সাহা মীম। সিয়াম বলেন, ‘ইত্তেফাক সিনেমার শুটিং করেছি সিলেট শহরে। এর ফাঁকে বিজ্ঞাপনেও কাজ করেছি। এখন নতুন মিশন অপারেশন সুন্দরবন।’ রায়হান রাফি জানান, ছবিতে আরো আছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, খাইরুল বাসার প্রমুখ।সিয়াম আহমেদের আগে ‘বিশ্ব সুন্দরী’ নিয়ে ব্যস্ত ছিলেন। এখন ব্যস্ত ‘অপারেশন সুন্দরবন’ নিয়ে। চলচ্চিত্রটির পরিচালক দীপংকর দীপন বলেন, ‘এই সিনেমার প্রস্তুতি শুরু হয়েছে আরো ১ বছর আগে। এখন মূল কাজটা শুরু হয়েছে। অনেক বড় আয়োজনে বড় টিমের মাধ্যমে কাজটি হচ্ছে। ঠিকমতো কাজটি শেষ করতে পারলে ভালো কিছু হবে।’ জানা গেছে, সুন্দরবন জলদস্যু মুক্ত করতে র্যাবের দুঃসাহসিক অভিযান ও সুন্দরবন যে বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ—এসব বিষয়কে তুলে আনা হবে এ ছবির গল্পে। ছবির পরিচালক দীপংকর দীপন এর আগে ঢাকা অ্যাটাক নির্মাণ করেন। দীপন বলেন, ‘ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুটিং শুরু করবো। প্রায় বছরখানেক ধরে গবেষণা করে প্রস্তুতি নিয়ে অপারেশন সুন্দরবন ছবিটি তৈরি করতে যাচ্ছি। অনেক বড় আয়োজনে বড় টিমের মাধ্যমে কাজটি হচ্ছে। ঠিকমতো কাজটি শেষ করতে পারলে ঢাকা অ্যাটাক ছবির সাফল্যকে ছাড়িয়ে যাবে।এই সিনেমায় আরো অভিনয় করছেন রিয়াজ, সিয়াম, তাসকিন রহমান, রোশান, নুসরাত ফারিয়া প্রমুখ।ঢালিউডের কিং শাকিব খানের ব্যস্ততার যেন শেষ নেই। বর্তমানে এ অভিনেতা নিজের প্রযোজনা সংস্থার তৃতীয় ছবি বীর নিয়ে ব্যস্ত আছেন। ছবি পরিচালনায় আছেন কাজী হায়াত্। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শাকিব খান ও শবনম বুবলীকে। এছাড়া ছবিতে রয়েছেন মিশা সওদাগর। চলতি মাসে ছবির কাজ শেষ করার কথা রয়েছে।এদিকে অভিনেতা নিরব হোসেন ব্যস্ত নির্মাতা সৈকত নাসিরের ক্যাসিনো সিনেমা নিয়ে। এরই মধ্যে সিনেমার প্রথম ধাপের শুটিং শেষ। চলচ্চিত্রটি আগামীবছরের ফেব্রুয়ারি অথবা মার্চে মুক্তি দেওয়া হবে। কিছুদিন আগে ক্যাসিনো নিয়ে অনেক আলোচনা হয়। সমসাময়িক এ বিষয় নিয়েই ছবির কাহিনি। এতে নিরবের বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে।এ ছবির মাধ্যমে তারা প্রথমবারের মতো জুটিবদ্ধ হলেন।অভিনেত্রী পূজা চেরি আরো নতুন দুটি ছবি নিয়ে আসছেন দর্শকদের জন্য। এর আগে তিনি ভৌতিক ঘরানার জ্বিন ছবিতে অভিনয় করেন। ছবিটি এখনও মুক্তি পায়নি। এরইমধ্যে সময় ও সাইকো নামে অনন্য মামুন পরিচালিত দুটি ছবিতে অভিনয় করবেন পূজা। যে কারণে এখন তিনি নিজেকে প্রস্তুত করছেন।
ডিটেকটিভ/১৯ ডিসেম্বর ২০১৯/ইকবাল