বিজয় মানে
শ্রীধাম কুমার বিশ্বাস
সহকারী শিক্ষক
বাজড়া সঃ প্রাঃ বিদ্যালয়
বিজয় মানে বাংলার বুকে লাল-সবুজ পতাকা,
বিজয় মানে বিশ্বের বুকে বাঙালির উচু শির।
বিজয় মানে জয়োল্লাস
বিজয় মানে বাংলার হাসি,
বিজয়মানে স্বাধীন বাংলা
রাজাকারের ফাঁসি!
বিজয় মানে একাত্তর
আর রক্ত ঝরা দিন,
আজকে আমাদের সময় এসেছে
শুধবো বীরের ঋণ।
বিজয়ে মানে বাংলা মায়ের দামাল ছেলের
রক্তে ভেজা মাটি,
বিজয় মানে আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ ডিসেম্বর ২০১৯/ইকবাল