ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ
বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিত্সক মইনুল আহসান গত বুধবার রাতে বলেন, ‘মাহফুজুর রহমান খানের অবস্থা খুবই গুরুতর। ফুসফুস ও পাকস্থলিতে রক্ত জমা হয়েছে। আইসিইউতে তাকে ভেন্টিলেটর মেশিনে রাখা হয়েছে। চিকিত্সকরা চেষ্টা করে যাচ্ছেন।জানা গেছে, গত সোমবার রাতে বাসায় খাবার খাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন খাবার তার খাদ্যনালির বাইরে চলে যায়। মুহূর্তেই তিনি জ্ঞান হারান। রাতেই স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান।উল্লেখ্য, মাহফুজুর রহমান খান ১৯৭২ সালে পেশাদার চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন। তিনি আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকদের মতো চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। তিনি হুমায়ূন আহমেদ পরিচালিত প্রায় সব চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন। চিত্রগ্রহণের জন্য তিনি ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
প্রাইভেট ডিটেকটিভ/০২ ডিসেম্বর ২০১৯/ইকবাল