ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ
ভারতের ক্রিকেট টিমের সঙ্গে এখন প্রায়ই দেখা যায় বলিউড নায়িকা আনুশকা শর্মাকে। কিছুদিন আগে টিমের এক গ্রুপ ছবিতেও দেখা গেছে তাকে। বিরাট কোহলির স্ত্রী হওয়ার সুবাদে এই উপস্থিতি তার নিয়মিত। তবে বিষয়টি বরাবরই নেতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।ভারতের খেলার সময় মাঠে আনুশকার থাকা এবং পরবর্তীতে গ্রুপ ছবিতে থাকা নিয়ে বিতর্ক শুরু হয়। তবে এ নিয়ে কাউকে তেমন কথা বলতে শোনা যায়নি। তবে কয়েক মাস আগে আনুশকাকে জড়িয়ে নির্বাচকদের কটাক্ষ করেছিলেন দেশের প্রাক্তন উইকেটকিপার ফারুখ ইঞ্জিনিয়ার। তিনি বলেন, ‘আমাদের তো মিকি মাউজ সিলেকশন কমিটি। নির্বাচন প্রক্রিয়ায় বিরাট কোহালির প্রভাব বিশাল। বিশ্বকাপ চলাকালীন নির্বাচকদের দেখেছি ভারতের ব্লেজার পরে ঘোরাঘুরি করছে। আনুশকাকে এগিয়ে দিতেই তারা ব্যস্ত ছিল। ওদের কাউকেই আমি চিনতাম না। পরে জানতে পারি তারা নির্বাচক।এ নিয়ে অনেক আলোচনা হলেও সেই সময় চুপ ছিলেন বিরাট। অবশেষে নীরবতা ভাঙলেন দেশের অধিনায়ক। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে স্ত্রী আনুশকার সমর্থনে বিরাট বলেছেন, ‘বিশ্বকাপে আনুশকা গিয়েছিল ম্যাচ দেখার জন্য। আর সে ফ্যামিলি বক্সে বসে খেলা দেখেছিল। নির্বাচকদের বক্সে বসেনি ও। এমনকি সেই সময়ে কোনো নির্বাচক ছিলেনই না সেখানে।এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘বিরাটের সঙ্গে আমার থাকাটা স্বাভাবিক। আর যে বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে সেখানে আমি নিয়মবিরোধী কোনো কাজ করিনি।
প্রাইভেট ডিটেকটিভ/০২ ডিসেম্বর ২০১৯/ইকবাল