ডিটেকটিভ নিউজ ডেস্ক
মিয়ানমারের নেত্রী অং সান সু চি রোহিঙ্গা মুসলমানদের জাতিগতভাবে নিধন করা হচ্ছে এমন অভিযোগ নাকচ করে বলেন, রাখাইন প্রদেশে মুসলমানরাই মুসলমানদের হত্যা করছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এবছর প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হলেন শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেতা সু চি।রাখাইন রাজ্যে চলমান সমস্যার কথা স্বীকার করে সু চি বলেন, রাখাইন প্রদেশে যথেষ্ট বৈরিতা রয়েছে। মানবাধিকার রক্ষার দূত এবং শান্তিতে নোবেলজয়ী হয়েও সু চি ব্যর্থ হয়েছেন নিজের দেশে রোহিঙ্গাদের নির্মূলে বাধা দিতে- এই অভিযোগ এড়িয়ে গিয়ে সাক্ষাৎকারে তিনি বলেছেন, সেখানে নানা বিভক্তি রয়েছে মানুষের মাঝে এবং আমরা সেটাই কমানোর চেষ্টা করছি।
এক প্রশ্নের জবাবে সু চি বলেছেন, বাংলাদেশে শরণার্থী হিসেবে চলে যাওয়া রোহিঙ্গাদের কেউ ফিরে আসতে চাইলে তাদের সাদরে গ্রহণ করা হবে।