প্রি-বুকিং চালু ইনোভা’র
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
গত বৃহস্পতিবার থেকে নিজেদের ‘ইনোভা’ স্মার্টফোনের প্রি-বুকিং শুরু করেছে সিম্ফনি মোবাইল। প্রি-বুকিংয়ের এই সুযোগ থাকবে ২০১৮ সালে ৩ জানুয়ারি পর্যন্ত।
নির্মাতারা জানিয়েছে অ্যান্ড্রয়েড নুগাট ৭.০ অপারেটিং সিস্টেমচালিত এই স্মার্টফোনে আছে দুটি স্পিকার এবং এতে ব্যবহার করা হয়েছে ৩৬০ কাস্টমাইজড ওএস। ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই স্মার্টফোনে ২জিবি ডিডিআরথ্রি র্যাম-এর সঙ্গে আছে ১৬জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং শর্টকার্ট কি। শর্টকার্ট কি-এর মাধ্যমে ছবি তোলা, স্ক্রিনশট নেওয়া এবং ফোন মিউট-আনমিউট করার সুবিধা রয়েছে।
স্মার্টফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেল পেছনের এবং ৫ মেগাপিক্সেল সামনের ক্যামেরা। পেছনের ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল টোন ফ্ল্যাশ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে প্রতিটি প্রি-বুকের সঙ্গে পাওয়া যাবে বাংলালিংক-এর ডেটা অফার এবং একটি জ্যাকেট।