‘মাফিয়া’ থেকে সরে দাড়ালেন মালেক আফসারি
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী পরিচালিত সর্বশেষ সিনেমা ‘পাসওয়ার্ড’। একইসঙ্গে সিনেমাটির নায়ক এবং প্রযোজক ছিলেন শাকিব খান। এরপর এই পরিচালক ঘোষণা দেন একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শাকিব খানকে নিয়ে তিনি নতুন সিনেমা ‘মাফিয়া’ নির্মাণ করবেন। এজন্য প্রস্তুতিও নেন। কিন্তু হঠাৎ করেই জানা গেল- সেই সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন এই পরিচালক। কী এমন হলো যে কারণে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি- চলচ্চিত্র অঙ্গণে প্রশ্নটি বেশ জোরের সঙ্গেই শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে মালেক আফসারী বলেন, ‘সত্যি বলতে, আগামী দেড় বছর কোনো সিনেমাই বানাবো না। ২০২১ সাল থেকে সব কিছু ঠিক থাকলে পুনরায় সিনেমা নির্মাণ করবো।’ হঠাৎ এমন সিন্ধান্ত কেন নিলেন? এই প্রশ্নের উত্তরে মালেক আফসারি বলেন, ‘চলমান পরিস্থিতি আমি সবসময় মোকাবিলা করি এবং জয়ী হই। সিনেমার লোকজন আমার আর ভালো লাগছে না! তাই এই মুহূর্তে ইচ্ছে নেই। শাকিবকে নিয়ে আমার পরিকল্পনা ছিল না। আমাকে নিয়ে শাকিবের পরিকল্পনা ছিল। সিনেমা বানানোর জন্য শাকিব আমাকে সাইনিং মানি দিয়েছেন। প্রজেক্টটা হচ্ছে কি না আমি জানি না। তবে আমি করবো না। আমি অন্য কাজে আটকে গেছি। ২০২০ সালে আমি ওয়েব সিরিজ নির্মাণ করবো। একটি প্রতিষ্ঠানের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। আগামী মাস থেকেই শুটিং।’ এর আগে এই নির্মাতা আক্ষেপ করে বলেছিলেন, ‘সেই প্রযোজক কোথায়? পরিচালকের উপর ভরসা করার মতো প্রযোজক এখন নেই। সবাই চায় স্টার কাস্টিং। কাউকে বলতে শুনি না- আমাকে নতুন মুখ দিয়ে সিনেমা বানিয়ে দেন। এখন পরিচালকের হাত-পা বাঁধা।’ মালেক আফসারী ‘পিয়াসী মন’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম পরিচালিত সিনেমা ‘ঘরের বউ’। ১৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার রেকর্ড রয়েছে ঢাকাই চলচ্চিত্রে।