ফ্রান্সে ২২ ভারতীয় শিক্ষার্থী ‘নিখোঁজ’
ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
রাগবি প্রশিক্ষণে ফ্রান্সে গিয়ে ২২ ভারতীয় শিক্ষার্থী নিখোঁজ হওয়ার একটি অভিযোগের তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
তিন ট্রাভেল এজেন্ট গত বছর পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লির ওই শিক্ষার্থীদের প্যারিসে নিয়ে গিয়েছিল বলে খবর এনডিটিভির। গতকাল শনিবার হরিয়ানার ফরিদাবাদভিত্তিক এজেন্ট ললিত ডেভিড ডিন, দিল্লিভিত্তিক সঞ্জীব রায় ও বরুণ চৌধুরীর কার্যালয়ে তল্লাশি চালানো হয়, সেখান থেকে কাগজপত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কর্মকর্তাদের অভিযোগ, এই তিন এজেন্ট শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর নাম করে তাদের পরিবারের কাছ থেকে জনপ্রতি ২৫ থেকে ৩০ লাখ রুপি হাতিয়ে নিয়েছে। ভিসা আবেদনে এজেন্টরা ১৩ থেকে ১৮ বছর বয়সী ২৫ শিক্ষার্থী প্যারিসে একটি রাগবি প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছে বলে দেখিয়েছে। ফ্রেঞ্চ ফেডারেশনের নামে পাঠানো আমন্ত্রণে একটি রাগবি প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিতে পাঞ্জাবভিত্তিক দুটি স্কুলের ২৫ শিক্ষার্থীর একটি দল কয়েকজনের (ট্রাভেল এজেন্ট) নেতৃত্বে দিল্লি বিমানবন্দর হয়ে প্যারিসের পথে যাত্রা করে, বলেন সিবিআইয়ের মুখপাত্র অভিষেক দয়াল। শিক্ষার্থীরা পরে প্যারিস ভ্রমণ করে এবং সেখানে থেকে সপ্তাহব্যাপী একটি রাগবি প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেয় বলে জানিয়েছেন তিনি।
এই সময়ের মধ্যে ট্রাভেল এজেন্টরা শিক্ষার্থীদের ফেরার টিকেট বাতিল করে দেয়; যদিও তার আগেই ২ শিক্ষার্থী ভারতে চলে আসে। ২৩ শিক্ষার্থীকে স্থানীয় একটি গুরুদুয়ারায় রাখা হলে পরে সেখান থেকেই তারা ‘নিখোঁজ’ হন। এদের একজন ফরাসী পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর ইন্টারপোল পুরো ঘটনা অবহিত হয় এবং সিবিআইকে জানায়।
প্রাথমিক তদন্তের পর সিবিআই অভিযোগটি নথিভুক্ত করে বলে গতকাল শনিবার কর্মকর্তারা জানিয়েছেন। এরপর সিবিআই শিক্ষার্থীদের বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করে নিখোঁজদের বিষয়ে কেউ কোনো অভিযোগ করেছিলেন কিনা তার খবর নেবে বলে জানিয়েছেন তারা।