January 2, 2025, 10:36 pm

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত নতুন বছরে নতুন সূর্য অবলোকনে কুয়াকাটায় ভীড় করছে পর্যটকরা

বামনায় সুশীল সমাজের সাথে ইউএনও’র মতবিনিময়

মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা জেলার বামনায় নব্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন।

৩০ ডিসেম্বর সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়ে। সভায় বামনা উপজেলার সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ছাত্র প্রতিনিধি বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাইনুল ইসলাম খান, নৌবাহিনীর বামনা কন্টিজেন্ট এর অফিসার লে: ফাহিম ফয়সাল, ওসি মোঃ হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা বিএনপি এর সিনিয়র যুগ্ম আহবায়ক এনায়েত কবির হাওলাদার, জামায়েত ইসলামের বামনা উপজেলার আমির হাফেজ মাওলানা সাইদুর রহমান ও সেক্রেটারী সাইফুল্লাহ মানসুর, বামনা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরীয়া ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, বামনা সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক আরিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম সরদার, উপজেলা বন কর্মকর্তা সাইদুর রহমান মানিক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ছগির হোসেন, উপজেলা কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ সুজনসহ বিভিন্ন ইসলামী সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ ও ছাত্র নেতরা।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন, অসমাপ্ত গুরুত্বপূর্ণকাজ সম্পাদন, সরকারি অফিসসমূহে সেবারমান উন্নীত, মাদক নির্মূলসহ সকল বিষয়ে একযোগে সকলের সহযোগীতায় কাজ করে বরগুনা জেলার মধ্যে বামনা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিবদ্ধ হন।

Share Button

     এ জাতীয় আরো খবর