January 11, 2025, 3:14 am

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

আফগানদের ধবলধোলাই করল উইন্ডিজ

আফগানদের ধবলধোলাই করল উইন্ডিজ

 

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক                         

 

মান বাঁচাতে পারল না আফগানিস্তান। ‘ঘরের মাঠে’ই হোয়াইটওয়াশ হলেন রশিদ-নবিরা। তিন ম্যাচের সবকটিতেই তাদের হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। আগের দুই ম্যাচে আফগানদের ভোগানো শাই হোপ তৃতীয় ম্যাচে হাজির হলেন আরো বিধ্বংসী হয়ে। তাতে উড়ে গেল স্বাগতিক শিবির।

 

সোমবার লখনৌতে তৃতীয় তথা শেষ ওয়ানডেতে আফগানদের পাঁচ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। টস হেরে আগে ব্যাট করতে নেমে সাত উইকেটে ২৪৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ তোলে রশিদ খানের দল। জবাব দিতে নেমে হোপের সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে আট বল হাতে রেখেই জিতে যায় উইন্ডিজ (২৫৩/৫)। বৃহস্পতিবার একই ভেন্যুতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

 

অথচ আড়াই শ লানের লক্ষ্যে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের শুরুটা ছিল দুঃস্বপ্নের। চার রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে অতিথিরা। তবে এক প্রান্ত আগলে রাখেন ওপেনার হোপ। ১০৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই বাইশ গজ ছেড়েছেন ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তা তার হাতে তুলে দিয়েছে ম্যাচ সেরার পুরস্কার।

 

১৪৫ বলের ইনিংসটা হোপ সাজিয়েছেন আটটি চার ও তিনটি ছক্কায়। দুর্দান্ত ইনিংসটা খেলার পথে মিডল অর্ডারের কাছ থেকে যোগ্য সঙ্গটাই পেয়েছেন হোপ। ৪২ রানে অজেয় থেকে সাজঘরে ফিরেছেন রোস্টন চেজ। জয়ে অবদান আছে ব্রেন্ডন কিং (৩৯), নিকোলাস পুরান (২১) ও অধিনায়ক কাইরেন পোলার্ডের (৩২) ক্যামিও ইনিংসগুলোরও। তবে অলরাউন্ডিং পারফরম্যান্সের সুবাদে সিরিজ সেরা হয়েছেন চেজ।

 

এর আগে ওপেনার হজরত উল্লাহ জাজাই ও মিডল অর্ডারের দৃঢ়তায় লড়াইয়ের রসদ তুলে নেয় আফগানিস্তান। জাজাই ও মোহাম্মদ নবি ৫০ রান করেছেন। দ্বিতীয়জন অবশ্য আউট হননি। ৮৫ বলে সর্বোচ্চ ৮৬ রান করেছেন আসগর আফগান। ঝড়ো ইনিংসে তিনটি চার ও ছয়টি ছক্কা মেরেছেন তিনি। কিন্তু বৃথা গেল আসগরের ইনিংসটা।

 

সংক্ষিপ্ত স্কোর:

 

আফগানিস্তান : ৫০ ওভার, ২৪৯/৭ (জাজাই ৫০, আসগর ৮৬, নাজিবউল্লাহ ৩০, নবি ৫০*; জোসেফ ৫৯-২, চেজ ২৪-১, পল ৪৪-৩)।

 

ওয়েস্ট ইন্ডিজ: ৪৮.৪ ওভার, ২৫৩/৫ (হোপ ১০৯* কিং ৩৯, পুরান ২১, পোলার্ড ৩২, চেজ ৪২*; মুজিব ৪৯-২, নবি ৪৭-১, রশিদ ৪৬-১)।

 

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী

 

সিরিজ: ৩-০ ব্যবধানে জয়ী উইন্ডিজ

 

ম্যাচ সেরা: শাই হোপ

 

সিরিজ সেরা: রোস্টন চেজ

Share Button

     এ জাতীয় আরো খবর