September 16, 2024, 3:14 pm

সংবাদ শিরোনাম

জ্যাকিশ্রফ কন্যা সমালোচনার মুখে

জ্যাকিশ্রফ কন্যা সমালোচনার মুখে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

এর আগে বেশ কয়েক বার ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হয়ে আলোচনায় এসেছেন জ্যাকিশ্রফ কন্যা কৃষ্ণাশ্রফ। এখনও বলিউডে অভিষেক হয়নি তার। তবে নতুন বছরেই বলিউডে পা রাখার কথা রয়েছে তার। তবে তার আগেই বছরের শেষে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন এ গ্ল্যামারাস কন্যা। তবে এবার আর কেবল খোলামেলা নয়, একেবারে নগ্ন হয়ে পোজ দিয়েছেন তিনি। বিছানায় শুয়ে নগ্ন শরীরে তার পোজ দেয়া এ ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে ইতোমধ্যে।

আর এর মাধ্যমে দারুণ সমালোচনার মুখেও পড়েছেন তিনি। অনেকেই বলেছেন জ্যাকিশ্রফ কন্যার এমন আচরণ একেবারেই মানানসই নয়। আর এমন অহেতুক নগ্ন ছবি তোলারও কোন মানে হয় না। আবার অনেকে বলছেন বলিউডে পা দেয়ার আগে আলোচনায় আসার জন্যই এ কাজ করেছেন কৃষ্ণা। তবে এসব কথায় তেমন একটা কান দিচ্ছেন না তিনি।

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর