January 11, 2025, 3:42 am

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

সাকিবের ব্যাপারে ঝুঁকি নেবে না বিসিবি

সাকিবের ব্যাপারে ঝুঁকি নেবে না বিসিবি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা কমানো নিয়ে আগ বাড়িয়ে কিছু করতে গিয়ে উল্টো শাস্তি বাড়ানোর ঝুঁকি নিতে চায় না বিসিবি। তবে সাকিব চাইলে আইনি সাহায্যসহ সম্ভব সব ধরনের সহায়তা বোর্ড করবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সাকিবের শাস্তি ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতেই আইসিসি জানিয়ে দিয়েছিল, সাকিব নিজে শাস্তি মেনে নিয়েছেন। আপিলের সুযোগ তাই নেই। তারপরও আইনি কোনো ফাঁকে শাস্তি কমানো যায় কিনা, সেটি নিয়ে চলছে আলোচনা। এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ সাকিব দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার এক দিন পর বিসিবি জানিয়েছিল, শাস্তি কমানোর সুযোগ আছে কিনা, সেই আইনি দিক তারা দেখবে। সেই পর্যবেক্ষণে কিছু মিলেছে বলে জানা যায়নি। বরং বিসিবি এগোতে চায় সতর্ক পদক্ষেপে। সাকিব যদি আইসিসির কোনো শর্ত ভঙ্গ করেন, তাহলে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাও যোগ হয়ে যাবে মূল নিষেধাজ্ঞার সঙ্গে। এটিও ভাবাচ্ছে বিসিবিকে। বুধবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি জানালেন, সামনের পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত তারা সাকিবের ওপরই ছেড়ে দিয়েছেন। “একটা ব্যাপার বোঝার চেষ্টা করেন, আমরা যেটা এখনও পর্যন্ত জানি, এটায় আপিলই করা যাবে না। কোনো পক্ষ করতে পারবে না। সাকিবের কাছ থেকেই এটা আমরা জেনেছি। এমন নয় যে আমরা নিজে থেকে দিয়েছি। ওরা যেটা দিয়েছে, সেখানেও এটিই লেখা আছে।” তারপরও, আমরা সাকিবকে বলেছি, আমাদের এখানের দুর্নীতি দমনের যারা আছে, কথা বলতে পারে। সেরা কোনো আইনজীবিকে যদি আনতে চায়ৃযদি কিছু করার থাকে, অবশ্যই করব। তবে আমরা আগ বাড়িয়ে যদি কিছু করতে যাইৃওর তো এক বছরের পর আরেক বছরের শাস্তি স্থগিত, এখন কিছু করতে গিয়ে যদি উল্টো শাস্তি বেড়ে যায়, তখন তো সব দোষ বিসিবির! আমরা এই ঝুঁকির মধ্যে যেতে চাই না।” আরও কিছু দিন গেলে কোনো সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলেও ইঙ্গিত দিলেন বিসিবি প্রধান। “সাকিবেরটা সাকিব করছে। সহায়তা যা দেওয়ার লাগে, সে নিজে যদি কোনো আইনজীবী চায়, আমাদেরকে বলে, সব সহায়তা আমরা দেব। তবে ওর সিদ্ধান্ত ছাড়া কিছু করা ঝুঁকির। আর সময়ও হয়নি এখনও। কিছু দিন গেলে বোঝা যাবে।”

Share Button

     এ জাতীয় আরো খবর