মাহমুদউল্লাহর চোখে সিরিজ জয়ের স্বপ্ন
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ভারতের বিপক্ষে এই সিরিজের আগে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটিতেও জয় নেই। এবার ভারত সফরে যাওয়ার আগে বাংলাদেশ দলের ওপর বয়ে গেছে বিশাল এক ঝড়। যে ঝড়ে লণ্ডভণ্ড হওয়ার জোগাড় পুরো বাংলাদেশ দল। সাকিব-তামিমকে ছাড়াই শেষ পর্যন্ত খেলতে গিয়ে বাংলাদেশ দল কিন্তু বাজিমাতই করেছে দিল্লিতে।
স্বাগতিক ভারতকেই বাংলাদেশ হারিয়ে দিয়েছে ৭ উইকেটের ব্যবধানে। দিল্লি জয়ের পর এখন বাংলাদেশের সামনে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। সেই সুযোগটা নেয়ার জন্য মুখিয়ে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। রাজকোটে জিততে পারলেই সিরিজ জিতে যাবে বাংলাদেশ।
রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে অনুশীলনের পর মিডিয়ার সামনে এসে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’
বাংলাদেশ দলের সামনে সিরিজ জয়ের দারুণ সুযোগ। এ কারণে রিয়াদরা এখন সিরিজ জয়েরই গন্ধ পাচ্ছেন। ভারতে খেলতে এসে সিরিজ জেতার এমন সুযোগ আর পাবে না বাংলাদেশ। টাইগার অধিনায়ক বলছেন, ‘সিরিজের প্রথম ম্যাচ জেতার ফলে আমরা এগিয়ে থেকেই কালকের ম্যাচ খেলতে নামছি। আমাদের সামনে সিরিজ জেতার দারুণ সুযোগ রয়েছে। ছেলেরাও তেতে রয়েছে।’
এই ম্যাচের জন্য যা যা পরিকল্পনা নেয়া হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য কী প্রয়োজন তা জানালেন রিয়াদ। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে উইকেটের চরিত্র বুঝে খেলা দরকার। ঠিকমতো ফিল্ডিং সাজাতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া দরকার।’
রাজকোটের উইকেট কেমন? জানতে চাইলে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘ট্র্যাক রেকর্ড থেকে দেখেছি, রাজকোটের উইকেটে ব্যাট করা সুবিধাজনক। আশা করি ১৭০-এর বেশি রান হবে।’