মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নে কদিমচিলান-পুকুরপাড়া চিলান যুবসমাজ কর্তৃক আয়োজিত মাদকমুক্ত ফুটবল টুর্নামেন্ট-২০১৯ইং ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা নভেম্বর) বিকেলে কদিমচিলান প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত ফাইনালে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসাহাক আলী। এসময় বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের রেফারী ও ক্যাম্পিং কোর্স আলী আকবর মিন্টু, বনপাড়া পৌরসভার সাবেক কমিশনার নুরুল ইসলাম, লালপুর উপজেলা আ”লীগের সিনিয়র সহ-সভাপতি এসকেন্দার মির্জা, উপজেলা আ”লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর আব্দুল মান্নান, আ”লীগ নেতা আনোয়ার হোসেন মিঠু, আয়নুল হক মাষ্টার প্রমূখসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেঘনা ফুটবল টিমকে ২-০ গেলো হারিয়ে বিজয়ী হয়েছে পদ্মা ফুটবল টিম।