বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল নির্বাচনে ভারতের ‘ভিন্ন পন্থা’
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অনেকটা তারুণ্য নির্ভর দলই ঘোষণা করেছে ভারত। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজারার মতো তারকারা নেই টি-টোয়েন্টি দলে। তবে টেস্ট দল নির্বাচনে আবার উল্টো পন্থা অবলম্বন করলেন ভারতীয় নির্বাচকরা।
দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করা হয়েছে। নেতৃত্বে যথারীতি বিরাট কোহলি। রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনরা আছেন টেস্ট দলে। তরুণ শুভমান গিল ও ঋষভ পন্তের সঙ্গে স্পিনার কুলদ্বীপ যাদবকেও রাখা হয়েছে দলে। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার সিরিজ থেকে বাদ পড়েছেন শাহবাজ নাদীম।
ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ১৪ নভেম্বর। ইন্দোরে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি। এরপর ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এর আগে ভারতীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদবম ইশান্ত, শর্মা, শুভমান গিল, ঋশাভ পান্ত (উইকেটরক্ষক)।