ভেট্টোরিও যোগ দিচ্ছেন কাল
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
গতকাল রাতে বোর্ডকর্তাদের সঙ্গে বৈঠক করে মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের আন্দলনরত ক্রিকেটাররা। এতে তিন দিনের অচলাবস্থার অবসান ঘটে। জাতীয় লিগ খেলতে আজ থেকেই নির্দিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকবেন ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটাররা আগামীকাল থেকে ভারত সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিবেন। তাদের সাথে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিও কাল যোগ দিচ্ছেন ক্যাম্পে।
নিউজিল্যান্ডের স্পিন কিংবদন্তি প্রথমবারের মতো কোচিং করাতে আসছেন বাংলাদেশে। ভারত সফরের পুরোটা সময় দলের সঙ্গে থাকার কথা ভিট্টোরির। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘কাল দলের সঙ্গে যোগ দিবেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক।’
গত জুলাইয়ে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে নাম ঘোষণা করা হয় ভেট্টোরির। চুক্তি অনুযায়ী আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত মোট ১০০ দিন বাংলাদেশের স্পিনারদের নিয়ে কাজ করবেন তিনি।
এই ১০০ দিনে জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোতেও ভেট্টোরিকে কাজে লাগাতে চায় বিসিবি। বিসিবি সভাপতি এটাও বলেছিলেন, ভেট্টোরিকে রাজি করানো গেলে চুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে।