October 14, 2024, 9:32 pm

সংবাদ শিরোনাম
সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ

লাপাত্তা আমব্রিন?

লাপাত্তা আমব্রিন?

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও মূলতঃ বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল)-এ উপস্থাপনা করে আলোচনায় এসেছেন জনপ্রিয় মডেল-উপস্থাপক আমব্রিন। একটানা দুটি টুনার্মেন্টের কাজও করেছেন তিনি। এর মধ্যে গেল ঈদ উপলক্ষে বেশ কটি অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন আমব্রিন। কিন্তু তারপর থেকে লাপাত্তা। শোবিজ অঙ্গনের কোথাও নেই আলোচিত এ মডেল-উপস্থাপক। তাহলে কোথায় আছেন তিনি? এমনই প্রশ্ন আমব্রিন ভক্তমনে। অবশ্য গত আগস্ট মাসের শেষদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের প্রেমিককে পরিচয় করিয়ে দিয়ে ফের আলোচনায় আসেন তিনি। তারও ছয়মাস আগে থেকে প্রেম চলে আসছিল এই তারকার। বিষয়টি নিয়ে মিডিয়া পাড়ায় গসিপ কম হয়নি। তবে এবার যে জল্পনা সৃষ্টি হয়েছে তা একটু অন্যরকম। কানাডায় গিয়ে আর বাংলাদেশে আসছেন না আমব্রিন। এর মানে অনেকে ধরেই নিয়েছেন তিনি আর ফিরবেন না। কানাডা প্রবাসী প্রেমিক তৌসিফ আহসান চৌধুরীর হাত ধরেই বাকিটা সময় কাটিয়ে দিতে চলেছেন আমব্রিন। লোকমুখে শোনা যাচ্ছে খুব শিগগিরই বিয়েও করতে চলেছেন এই তারকা। আর সেই সঙ্গে কানাডায় স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনাও করছেন তিনি। তবে কি তাই! গুঞ্জনের সত্যতা জানতেই আমিব্রনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ম্যাসেঞ্জারে একাধিকবার চেষ্টার পরও তাকে পাওয়া যায়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর