নিজস্ব প্রতিনিধি ॥
যশোরের মেয়ে রুবাইয়া হায়দার ঝিলিক, স্বপ্ন দেখতো বাংলাদেশ প্রমীলা দলের জার্সি গায়ে দিয়ে বিশ্বকাপ খেলার। অবশেষে ঝিলিকের স্বপ্ন পূরণ হয়েছে।
শ্রীলঙ্কায় এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ ইমার্জিং অনূর্ধ্ব-২৩ দল। আর বাংলাদেশ দলের হয়ে শ্রীলঙ্কার মাঠে ওপেনিং ব্যাটসম্যান ও উইকেট রক্ষকের দায়িত্ব পালন করবেন যশোরের মেয়ে ঝিলিক। এদিকে, ১৪ জনের বাংলাদেশ দলের স্কোয়াড রোববার শ্রীলঙ্কায় পৌঁছেছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যশোরের তুষার ইমরান, সৈয়দ রাসেল, হাসানুজ্জামান ঝড়–, জামাল উদ্দিন বাবুরা প্রতিনিধিত্ব করেছে।
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মুরাদ খান, ইমরান হোসেন, রনি হোসেন ও টিপু সুলতান খেলেছেন। যশোরের রাজারহাটের মেয়ে সুলতানা খাতুন ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ঘোষিত – ১৯ সদস্য দলের স্ট্যান্ড বাই খেলোয়াড় ছিলেন। এটিই ছিলো এতদিন ধরে জেলার মেয়ে ক্রিকেটারদের মধ্যে বড় প্রাপ্তি।
তারই পথ ধরে এবার জাতীয় দলে অন্তর্ভুক্তির জন্য বেশ কয়েকটি ধাপ এগিয়ে গেছেন যশোর শহরের খড়কী শাহ আব্দুল করিম রোডের রুবাইয়া হায়দার ঝিলিক।
মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটে ক্রিকেটে পা রাখেন। বর্তমানে তেঁজগাও কলেজে অনার্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয়বর্ষে অধ্যায়ন করছেন। বাবা ডাক্তার জিএম হায়দার ও মাতা নাসরিন হায়দারের অনুপ্রেরণার পাশাপাশি সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক মঈনুদ্দিন রোম, ক্লেমন আছিয়া ক্রিকেট একাডেমির প্রশিক্ষক এহসানুল হক সুমন, আসাদুল্লাহ খান বিপ্লবের সহযোগিতায় ধীরে ধীরে ক্রিকেটার হিসেবে গড়ে ওঠেন বলে জানান ঝিলিক।
ঝিলিক খেলেছেন যশোর জেলা দল ও খুলনা বিভাগীয় দলের হয়ে। ঢাকার কলাবাগান, আবাহনী ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন। বর্তমানে রয়েছেন খেলাঘরে।
দেশ ত্যাগের আগে রুবাইয়া হায়দার ঝিলিক বলেন, স্বপ্ন ছিলো বিশ্বকাপ খেলার। সেই স্বপ্ন থেকে দলের হয়ে যাতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি সেটিই আমার মূল ব্রত। যাওয়ার আগে যশোরবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটের কোচ এহসানুল হক সুমন বলেন, ঝিলিকের খেলার প্রতি আগ্রহের জন্যই মাঠে আছে। ঝিলিক ভালো মাপের একজন ক্রিকেটার। তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিলো বাংলাদেশ দলের জার্সি গায়ে দিয়ে বিশ্বকাপ খেলার। আর ঝিলিক সেই স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কায় ভালো ফলাফল করবে বলে মনে করেন তিনি।