জাহিদ অাবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মহাকবি মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯-এর উদ্বোধন শনিবার বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় পাবলিক ময়দানের অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উক্ত খেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামূল হক, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, যুব উন্নয়ন অফিসার পুলোক শিকদার, মৌচাক ক্লাবের স্বপন কুমার মুখার্জী, নজরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় সুজাপুর মৌচাক ফুটবল একাদশ ১-০ গোলে বায়সা সেবা সংঘ ফুটবল একাদশ পরাজিত করে জয়লাভ করে। খেলায় ধারা বর্ননায় ছিলেন শেখ রেজাউল ইসলাম। ।