কোহলিকে সরিয়ে নিচ্ছে বিসিসিআই!
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
দীর্ঘদিন ধরেই টানা ক্রিকেটের মধ্যে আছেন বিরাট কোহলি। বিশ্বকাপ শেষে উইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে যান ভারতীয় অধিনায়ক। উইন্ডিজ সিরিজ শেষ হতেই শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। এদিকে, দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ সিরিজ।
নভেম্বরের শুরু থেকে মাঠে গড়াবে ভারত-বাংলাদেশ সিরিজ। এরপরেও রয়েছে ব্যস্ত সূচি। বাংলাদেশ সিরিজের পর উইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ভারতে আসবে সিরিজ খেলতে। এই তিন সিরিজের পর নিউজিল্যান্ডে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে ভারত। এতো ব্যস্ততার কারণে কোহলিকে একটু ফুসরত দেওয়ার চিন্তা ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
ভারতীয় গণমাধ্যমের খবর, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোহলিকে বিশ্রাম দিতে চায় ভারতীয় বোর্ড। তার বদলে তরুণ ক্রিকেটারদের দেখা যেতে পারে বাংলাদেশ সিরিজে। তবে টি-টোয়েন্টি না খেললেও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন কোহলি।
নভেম্বরে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। ৩ নভেম্বর থেকে প্রথমে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ৭ ও ১০ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষে শুরু হবে টেস্ট সিরিজ।