January 11, 2025, 12:29 pm

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

প্রতিশোধ নিলো শ্রীলঙ্কা

প্রতিশোধ নিলো শ্রীলঙ্কা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্রথম ওয়ানডে ভেসে গেছে বৃষ্টিতে। পরের দুটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। ফরমেট পাল্টাতেই বদলে গেছে সরফরাজদের পারফরম্যান্স। টি-টোয়েন্টিতে হেরেই চলছে স্বাগতিক শিবির। লঙ্কানদের কাছে কুড়ি ওভারের দ্বিতীয় ম্যাচেও হেরেছে তারা। আগামী বুধবার হোয়াইটওয়াশ ঠেকাতে মাঠে নামবে পাকবাহিনী।

 

সোমবার লাহোরে পাকিস্তানকে ৩৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ছয় উইকেটে ১৮২ রান করেছে লঙ্কানরা। জবাব দিতে নেমে ইনিংসের এক ওভার বাকি থাকতেই ১৪৭ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল সফরকারী দলটি। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে এটা প্রথম সিরিজ জয়।

 

পাকিস্তানের হারের ব্যবধান আরো বড় হতে পারতো। কিন্তু শেষ দিকে প্রতিরোধ গড়ে তোলেন ইমাদ ওয়াসিম ও আসিফ আলি। ৫২ রানে পাঁচ উইকেট হারানোর পর এই যুগল গড়েন ৭৫ রানের জুটি। জুটি ভাঙে ইমাদ ২৯ বলে আটটি চারে ৪৭ রানে বিদায় নিলে। তবে দলকে কক্ষপথে রেখেই সাজঘরে ফিরেছেন তিনি।

 

২৫ বলে ৫৬ রান দরকার ছিল পাকিস্তানের। কিন্তু শেষের ধসে সমীকরণটা মেলাতে পারেনি স্বাগতিকরা। ২৭ বলে ২৯ রানে আউট হয়েছেন আসিফ। ১৬ বলে ২৬ রানের ঝড় উঠেছিল অধিনায়ক সরফরাজের ব্যাটে। সমান বলে ১৩ রান করেছেন আহমেদ শেহজাদ। লঙ্কানদের বাকি সাত ব্যাটসম্যানই যেতে পারেননি দুই অংকে।

 

শ্রীলঙ্কার পক্ষে ২৫ রানে চার উইকেট নিয়েছেন নুয়ান প্রদীপ। তিনটি শিকার ওয়ানিন্দু হাসারাঙ্গার। দুই উইকেট ঝুলিতে পুরেছেন ইসুরু উদানা। খালি হাতে ফেরেননি কাসুন রাজিথাও। কিন্তু বোলারদের কেউই ম্যাচ সেরার স্বীকৃতি পাননি। লঙ্কানদের বড় সংগ্রহের ভিত গড়ে দেওয়া ভানুকা রাজাপাকশে জয়ের নায়ক।

 

৪৮ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন রাজাপাকশে। ইনিংসে চারটি চার ও ছটি ছক্কা। শিহান জয়সুরিয়া ২৮ বলে ৩৪ এবং অধিনায়ক দাসুন সানাকা ১৫ বলে ২৭ রানে অজেয় ছিলেন। এ ছাড়া ওপেনার গুনাথিলাকা ১৫ রানে আউট হয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর