January 11, 2025, 2:51 pm

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

অভিষেকেই দলের ‘বিদায়’

অভিষেকেই দলের ‘বিদায়’

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

মাত্রই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক হয়েছে লিটন দাসের। কিন্তু দুর্ভাগ্যই বলতে হবে, বাংলাদেশ ওপেনারের অভিষেক ম্যাচ শেষে বিদায় নিশ্চিত হয়ে গেছে তার দল জ্যামাইকা তালাওয়াসের। তবে হাতে এখনও এক ম্যাচ আছে। ফলে আরও একবার ব্যাট হাতে নামার সুযোগ থাকছে লিটনের সামনে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে শনিবার সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ম্যাচটি জিততেই হতো জ্যামাইকার। কিন্তু তাদের ছুড়ে দেওয়া ১৬৬ রানের লক্ষ্য ৪ উইকেট ও ৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় সেন্ট লুসিয়া। সিপিএলে নিজের অভিষেক ম্যাচটা রাঙাতে পারেননি লিটন। চার নম্বরে নেমে ২১ বলে করেছেন ২১ রান। এই সময়ে বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র ১টি। তবে তার দল ডোয়াইন স্মিথের ৩৮ বলে ৫৮ রান ও গ্লেন ফিলিপসের ১১ বলে ২৩ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রানের মাঝারি সংগ্রহ পেয়েছিল। জবাবে রাহকিম কর্নওয়েলের ফিফটি আর হার্ডুস ভিজোয়েনের ৩২ রানের ইনিংসে জয় তুলে নেয় সেন্ট লুসিয়া। এদিন লিটনের মতোই ব্যাট হাতে ওয়ানডে মেজাজে ছিলেন ক্রিস গেইলও। ২৯ রান করতে তিনি বল খেলেছেন ৩০টি। বল হাতে সেন্ট লুসিয়ার কেসরিক উইলিয়ামস ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। তবে অজি লেগ স্পিনার ফাওয়াদ আহমেদের ৪ ওভারে মাত্র ২২ রান খরচও কম গুরুত্বপূর্ণ নয়। অন্যদিকে বল হাতে ২ ওভারে ৮ রান খরচ করে ১ উইকেট পাওয়ার পরও স্মিথকে আর বোলিংয়ে আনেনি জ্যামাইকা, ম্যাচ হারার পেছনে এই সিদ্ধান্তও কম দায়ী নয়। এই ম্যাচ হেরে যাওয়ায় এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়েছে জ্যামাইকার। আর সেন্ট লুসিয়ার জন্য এই জয় টুর্নামেন্টে টিকে থাকার সুযোগ এনে দিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর