January 11, 2025, 4:50 pm

সংবাদ শিরোনাম

পাকিস্তানে আত্মবিশ্বাস নিয়ে লঙ্কানরা

পাকিস্তানে আত্মবিশ্বাস নিয়ে লঙ্কানরা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

নিরাপত্তার ইস্যুতে শীর্ষ ১০ ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিলেও আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই শ্রীলঙ্কা ক্রিকেট দলের। পাকিস্তানের লাহোরের উদ্দেশে দেশ ছাড়ার আগে টি-টোয়েন্টি দলের অধিনায়ক দাসুন শানাকা সাফ জানিয়ে দিলেন, লড়াইয়ে কোনো কমতি রাখবে না সফরকারীরা। কলম্বোতে বসে শানাকা বলেন, ‘আমি ওখানে আগেও গিয়েছি। ওরা যে নিরাপত্তার ব্যবস্থা সেবার আমাদের জন্য করেছিল, সেটা আমাদের সবারই পছন্দ হয়েছিল। এবার আমি অধিনায়ক হয়ে যাচ্ছি। দায়িত্বটা আরো বড়ো। প্রতিপক্ষ খুবই শক্তিশালী। তবে আমরা নিজেদের সর্বোচ্চ লড়াইটাই করব। ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে ১২ জন বন্দুকধারী হামলা করে। এতে ছয় শ্রীলঙ্কান ক্রিকেটার আহত হন। ছয় জন পাকিস্তানি পুলিশসহ মোট আট জন সেদিন সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারান। সেই ঘটনার জের ধরে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট একরকম নির্বাসিতই ছিল। বিশ্বকাপ আয়োজনের সুযোগও হারায় ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। সেই হামলার দীর্ঘ ছয় বছর পর ২০১৫ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়ে দল পাকিস্তান সফর করে। যদিও, সেই টি-টোয়েন্টি সিরিজে কোনো নিরপেক্ষ আম্পায়ার বা ম্যাচ রেফারি নিয়োগ দেয়নি আইসিসি। এরপর ২০১৭ সালে শ্রীলঙ্কা এবং ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলে আসে। সফর করে এসেছে আইসিসির পাঠানো বিশ্ব একাদশও। এবারের সফরটা একটু ব্যতিক্রম। কারণ লম্বা সময় বাদে পাকিস্তানে এবারই আয়োজিত হবে ওয়ানডে সিরিজ। আগামি ২৭ সেপ্টেম্বর শুক্রবার থেকে করাচিতে শুরু হওয়ার কথা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর লাহোরে পাঁচ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন ওয়ানডে দলের অধিনায়ক লাহিরু থিরিমান্নে।তিনি বলেন, ‘নিরাপত্তা নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। পাকিস্তানে আমরা সর্বোচ্চ মানের নিরাপত্তাই পাব। আমরা এখন শুধুই খেলায় মনোনিবেশ করতে চাই। সিরিজটা সফরকারীদের জন্য অবশ্য মোটেও সহজ হবে না। দুই ফরম্যাটের নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা ও দ্বিমুথ করুনারত্নে নেই, থাকবেন না অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুসও। ফলে পূর্ণ শক্তির পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের পেরে ওঠা কঠিন হবে। পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ভেতরের খবর হলো, শুক্রবারের প্রথম ওয়ানডে সামনে রেখে এরইমধ্যে একাদশ প্রায় সাজিয়ে ফেলেছেন দলের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হক। পেস বোলিং-নির্ভর একাদশ গঠন করেছে। একাদশে তিন পেসার থাকার সম্ভাবনাই বেশি। তারা হলেন মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও উসমান শেনওয়ারি। ইনিংস শুরু করবেন ফখর জামান ও ইমাম উল হক। আর পাঁচে খেলবেন অধিনায়ক সরফরাজ আহমেদ।

Share Button

     এ জাতীয় আরো খবর